চতুর্থবার এশিয়া কাপের মূলপর্বে খেলবে ভারত

Last Updated:

ম্যাকাওকে উড়িয়ে দিয়ে ২০১৯ এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন সুনীল ছেত্রীরা ৷

#বেঙ্গালুরু: দেশে চলছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ৷ ভারতের সিনিয়র দলও কোনও অংশে এখন পিছিয়ে নেই ৷ বুধবার ঘরের মাঠে ম্যাকাওকে উড়িয়ে দিয়ে ২০১৯ এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন সুনীল ছেত্রীরা ৷
বুধবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে প্রায় একপেশে একটা ম্যাচ জিতল ভারত ৷ ম্যাচের ফল মেন ইন ব্ল’দের পক্ষে ৪-১ ৷  এই নিয়ে চতুর্থবার এশিয়া কাপের মূলপর্বে খেলবে ভারত। শেষবার মেন ইন ব্ল’রা এই টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করেছিল ২০১১ সালে ৷ ১৯৬৪, ১৯৮৪ ও ২০১১-র পরে আবার ২০১৯-এ খেলার ছাড়পত্র পেল ভারত।
advertisement
PTI10_11_2017_000206B
advertisement
একটি আত্মঘাতী গোল ছাড়াও ভারতের হয়ে এদিন গোলগুলি করেন রাওলিন বর্জেস, সুনীল ছেত্রী এবং জেজে ৷ প্রথমার্ধে খেলার স্কোর ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হয় ৷
কেরিয়ারের ৫৫ তম গোল করে সুনীল ছেত্রী বলেন, ‘‘এটা আমাদের কাছে স্বপ্নের টুর্নামেন্ট। যেখানে এশিয়ার সেরা দলগুলো একে অপরের বিরুদ্ধে লড়াই করে। গতবার এশিয়া কাপে উঠতে না পেরে খুব আফসোস হয়েছিল। তার পর থেকে এই দিনটার স্বপ্ন চোখে নিয়েই খেলছিলাম। সেই স্বপ্ন সত্যি হল।’’
বাংলা খবর/ খবর/খেলা/
চতুর্থবার এশিয়া কাপের মূলপর্বে খেলবে ভারত
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement