পরিসংখ্যান কী বলছে? ব্রিটিশ সিংহ নাকি ইতালিয়ান গ্ল্যাডিয়েটর, কে এগিয়ে?

Last Updated:

আজুরি চারটি বিশ্বকাপ পেলেও ইউরো কাপ মাত্র ওই একবারই জুটেছিল। ইংল্যান্ড ববি মুরের হাত ধরে ১৯৬৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ভাঁড়ার শূন্য

কিন্তু পরিসংখ্যান অনেক কথা বলে। আসুন, একবার চোখ রাখা যাক পরিসংখ্যানের দিকে। ইতালি ১০ নম্বর মেজর ফাইনালে ( ৬বার বিশ্বকাপ ৪ বার ইউরো) খেলতে নামছে। ইতালির চেয়ে এক মাত্র জার্মানি বেশি বার (১৪) খেলেছে। ১৯৬৬ সালের পর ইংল্যান্ড প্রথম কোনও মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। ৫৫ বছর পর ফাইনালে থ্রি-লায়ন্স। মেজর টুর্নামেন্টে ইতালি কখনও ইংল্যান্ডের বিরুদ্ধে হারেনি।
advertisement
১৯৮০ র ইউরোতে আজুরিরা ১-০ জেতে, ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপে পিরলোর দল ২-১ জেতে। ২০১২ সালে ইউরো কাপে ইতালি ৪-২ জেতে (পেনাল্টি শুট আউটে)।'দ্য উইনিং মেশিন' তকমা পাওয়া নীল জার্সিধারীরা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত। এটাই তাদের দীর্ঘতম সময় ধরে অপরাজিত থাকার রেকর্ড।
advertisement
৮৬টি গোল করেছে ইতালি, হজম করেছে ১০টি। ওয়েম্বলিতে ইংল্যান্ড শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৫টি জিতেছে। সব প্রতিযোগিতা মিলিয়ে তারা ডজন ম্যাচ অপরাজিত। কোনও দল একই ইউরোতে দু'বার পেনাল্টি শুটআউটে জেতেনি।
advertisement
হেড-টু-হেড:
খেলা হয়েছে ২৭ বার
ইংল্যান্ড জিতেছে ৮ বার
ইতালি জিতেছে ১১ বার
ম্যাচ ড্র হয়েছে ৮ বার
শেষ পাঁচ সাক্ষাৎ:
২০১৮ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালি-ইংল্যান্ড ১-১ ড্র,
২০১৫ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালি-ইংল্যান্ড ১-১ ড্র,
২০১৪ সালের বিশ্বকাপে ইতালি ২-১ হারায় ইংল্যান্ডকে।
২০১২ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ড ২-১ হারায় ইতালিকে।
advertisement
২০১২ সালে ইউরো কাপে ইতালি ৪-২ জেতে (পেনাল্টি শুট আউটে)
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
 পরিসংখ্যান কী বলছে? ব্রিটিশ সিংহ নাকি ইতালিয়ান গ্ল্যাডিয়েটর, কে এগিয়ে?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement