পতঙ্গবাহিত রোগ আটকাতে রাশিয়ার স্টেডিয়ামগুলির আশপাশে ছেটানো হচ্ছে ‘ভ্যানিলা স্প্রে’
Last Updated:
রোগের প্রকোপ এড়াতে সতর্ক রাশিয়া।
#ভলগোগ্রাদ: বিশ্বকাপ আসে, বিশ্বকাপ যায়। লক্ষ লক্ষ মানুষ দেখতে আসেন বিশ্বকাপ। এত জমায়েতের জেরে অনেক সময়ই ছড়ায় সংক্রমণঘটিত রোগ। রোগের প্রকোপ এড়াতে সতর্ক রাশিয়া। বিশ্বকাপের ম্যাচের আগে ও ম্যাচ শেষে রাশিয়ার শহরগুলি, রাস্তাঘাটে মশা-মাছিবাহিত রোগ এড়াতে ব্যবহার করা হচ্ছে অভিনব ‘ভ্যানিলা স্প্রে’।
বিশ্বকাপের সময় প্লেগের মত পতঙ্গ বাহিত রোগ থেকে শহরকে বাঁচাতে উদ্যোগী প্রশাসন ও পরিবেশপ্রেমীরা। ভলগোগ্রাদ স্টেডিয়াম ও বাইরের ফ্যান জোনে হোস পাইপ দিয়ে বড় ট্রাক থেকে করা হল স্প্রে। জলের সঙ্গে ভ্যানিলা মিশিয়ে তৈরি এই স্প্রে পতঙ্গবাহিত রোগ আটকাতে খুবই কার্যকর। এই স্প্রে মানুষ ও পশুদের শরীরেরও ক্ষতি করে না, দাবি স্থানীয় প্রশাসনের।
advertisement
advertisement
ইংল্যান্ড-তিউনিশিয়া ম্যাচের আগেও মাঠে দেওয়া হয়েছিল ভ্যানিলা স্প্রে। শুধুমাত্র স্টেডিয়াম বা ফ্যান জোনেই নয়, স্প্রে করা হয় রাস্তাতেও। রাতের দিকে শহরের সবুজ এলাকায় একই স্প্রে ছেটান পরিবেশপ্রেমীরা। দক্ষিণ রাশিয়ার শহরগুলিতে স্প্রে করার জন্য নিয়োগ করা হয়েছে ভলান্টিয়ার। তবে শুধু স্প্রে-ই নয়। স্টেডিয়ামে ঢোকার মুখে সমর্থকদের বিনামূল্যে টিস্যুও বিলি করছেন ভলান্টিয়াররা।
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 26, 2018 1:41 PM IST