বিশ্বকাপ ফুটবলের হাত ধরে বিপ্লব, স্টেডিয়ামে এলেন ইরানি মহিলারা

Last Updated:

একটা বিশ্বকাপ মানে তো শুধু ফুটবল নয়, তার থেকে আরও অনেক বেশি কিছু ৷ কোথাও আনন্দ-কোথাও দুঃখের বেড়া ডিঙিয়ে বিপ্লব ৷

#তেহরান : একটা বিশ্বকাপ মানে তো শুধু ফুটবল নয়, তার থেকে আরও অনেক বেশি কিছু ৷ কোথাও আনন্দ-কোথাও দুঃখের বেড়া ডিঙিয়ে বিপ্লব ৷ এরকমটাই হল তেহরানে ৷
ইরানে মহিলা ফুটবল ফ্যানদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি নেই ৷ এবারেও ছিল না কট্টরপন্থীদের মত ৷ কিন্তু তারপরেও হল ৷ এল বদল ৷ গ্রুপ পর্বে ইরানের ম্যাচ জায়ন্ট স্ক্রিনে দেখতে মাঠে হাজির হয়েছিলেন মহিলা ফ্যানরা ৷ পুর্তুগালের সঙ্গে ম্যাচ দেখলেন বিগ স্ক্রিনে ৷
১৯৭৯ সালে ইসলামিক রেভোলিউশনের পর থেকে ইরানে স্টেডিয়ামে গিয়ে পুরুষ ফুটবল দলের ম্যাচ দেখার অধিকার নেই মহিলা ফ্যানদের ৷ মাঠে ম্যাচ চলাকালীন যেভাবে গালাগালি ও শাপশাপান্ত করা হয় মহিলারা যাতে তা শুনতে না পারেন তার জন্যেই এই ব্যবস্থা ৷
advertisement
advertisement
তেহরানে গর্ভনরের অফিস থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যেসব পরিবার জায়ন্ট স্ক্রিনে ম্যাচ দেখার টিকিট কেটেছেন তারা মহিলা সদস্যদের নিয়ে মাঠে হাজির থাকতে পারবেন ৷
আসলে ইরানের প্রেসিডেন্ট বেশ কিছুদিন ধরেই মহিলা ফ্যানদের মাঠে ঢোকার নিষেধাজ্ঞা তুলে দিতে চাইছিলেন ৷ কিন্তু কট্টরপন্থীদের বিরোধিতায় তা করা সম্ভব হচ্ছিল না ৷
advertisement
এদিন তেহরানের সবচেয়ে বড় আজাদি স্টেডিয়ামে যেখানে ৪০ হাজার ফ্যান একসঙ্গে ম্যাচ দেখতে পারে সেখানেই খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ৷ ১৯৭৯ সালে শেষবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ দেখতে স্টেডিয়ামে মহিলা ফ্যানরা এসেছিলেন ৷ আবার ৩৯ বছর বাদে মাঠে ঢুকলেন মেয়েরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফুটবলের হাত ধরে বিপ্লব, স্টেডিয়ামে এলেন ইরানি মহিলারা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement