#মুম্বই: বিষ পানের বিশে বিশ। মানব ইতিহাসে মনে রাখার মত বছর,থুড়ি, ভুলে যাওয়ার মত বছর শেষপর্যন্ত বিদায় নিয়েছে। স্বাগত নতুন বছর। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের মত স্পোর্টস আইকনরা আশাবাদী নতুন বছর পুরনো দুঃখ, বেদনা ভুলিয়ে দেবে। অনিশ্চয়তার অন্ধকার কেটে গিয়ে আশার আলো দেখা দেবে। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে নতুন বছরের বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে সচিন তেন্ডুলকর, পিভি সিন্ধু থেকে বীরেন্দ্র সেওয়াগ।
পর্তুগিজ তারকা রোনাল্ডো লিখেছেন,"২০২০ বছর সকলের কাছেই কঠিন ছিল। এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন যাঁরা অসুবিধার মধ্যে পড়েননি। কোভিড পৃথিবীর বুকে নতুন দুর্দশা নিয়ে এসেছে। কিন্তু এখন সময় ঘুরে দাঁড়ানোর, বুঝিয়ে দেওয়া আমরা সকলে মিলে চেষ্টা করলে পার্থক্য তৈরী করতে পারি। তাই চলুন, সবাই মিলে ২০২১ সালকে জীবনের টার্নিং পয়েন্ট বানাই। সবকিছু নতুনভাবে শুরু করি"।
সচিন তেন্ডুলকর লিখেছেন,"নতুন বছর ভালো কাটবে যেমন আমরা আশা করছি, তেমনই গুরুত্বপূর্ণ ফেলে আসা কঠিন সময় থেকে আমরা কী শিক্ষা নিয়েছি। জীবনে যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা এবং প্রকৃতিকে সম্মান করা। পাশাপাশি সম্পর্কের মূল্য দেওয়া এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখা"। অলিম্পিকে পদক জয়ী ভারতের ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু লিখেছেন," সকলকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছরে সমস্যা কম এবং সুখ বেশি থাকবে। দরজা দিয়ে শুধু আনন্দের খবর আসবে"।
As we start afresh, hoping for a safer and happier 2021, let’s carry forward invaluable lessons from last year: to be consciously grateful for things and not take mother nature for granted. To value relationships and to keep in touch with our loved ones. #HappyNewYear! pic.twitter.com/MJRUaekRfF
— Sachin Tendulkar (@sachin_rt) January 1, 2021
সাইনা এবং কাশ্যপ শুভেচ্ছা জানিয়েছেন ভক্তদের। ইউনিভার্স বস ক্রিস গেইল লিখেছেন,"সকলকে শুভ নববর্ষ। আনন্দে থাকুন"। এছাড়াও বীরেন্দ্র সেওয়াগ, সুরেশ রায়না এবং ইংল্যান্ডের তারকা স্ট্রাইকার হ্যারি কেন বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন।আসলে বাকি সব কিছুর মত ক্রীড়াজগৎও বিরাট ধাক্কা খেয়েছিল এই পরিস্থিতিতে। হয়তো নতুন বছরে ভ্যাকসিন এসে গেলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। ভয় কাটিয়ে মানুষ নিজেদের প্রিয় তারকার খেলা দেখতে আবার মাঠমুখো হতে পারবেন।