রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন লুকাকু, বেলজিয়ামের হাতে শেষ ১৬-র টিকিট

Last Updated:

এই বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি গোলের ম্যাচের সাক্ষী হয়ে রইল রাশিয়ার ওৎকৃতি অ্যারেনা ৷

বেলজিয়াম (৫)- হ্যাজার্ড (২), লুকাকু (২), বাৎসুহাই
তিউনিশিয়া (২) - ব্রন ,খাজরি 
#ওৎকৃতি অ্যারেনা : এই বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি গোলের ম্যাচের সাক্ষী হয়ে রইল রাশিয়ার ওৎকৃতি অ্যারেনা ৷ তিউনিশিয়ার বিরুদ্ধে বেলজিয়াম জিতল ৫-২ গোলে ৷ বেলজিয়ান চকোলেটের মতই মসৃণ ফুটবলে দর্শকদের মন জিতে নিল লুকাকু-হ্যাজার্ডরা ৷
advertisement
বেলজিয়ান রেড ডেভিলসরা এদিন হলুদ জার্সিতে খেললেও শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ৷ ম্যাচের ৬ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনও রকম ভুল করেননি ইডেন হ্যাজার্ড ৷ ১৬ মিনিটেই স্কোরলাইন ২-০ করে দেন দুরন্ত ফর্মে থাকা রোমেলু লুকাকু ৷ প্রথম ম্যাচে জোড়া গোল করে ঠিক যে জায়গায় ম্যাচ শেষ করেছিলেন এদিনের ম্যাচে যেন সেখান থেকেই শুরু করেছিলেন রেড ডেভিলসের স্ট্রাইকার ৷
advertisement
১৮ মিনিটে ব্রন তিউনিশিয়ার হয়ে ব্যবধান কমান ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয়টি সেরে নেন লুকাকু ৷ এদিনের দুটি গোলের পরে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে রোনাল্ডোর পাশে গিয়ে বসলেন লুকাকু ৷
advertisement
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ কমায়নি তারা ৷ এদিকে ৩-১ গোলে পিছিয়ে থাকা তিউনিশিয়াও ওপেন ফুটবল খেলা থেকে সরে আসেনি ৷ ৫১ মিনিটে ফের নিজের দ্বিতীয়টি সেরে নেন হ্যাজার্ড ৷ তাঁর গোলে স্কোরলাইন হয়ে যায় ৪-১ ৷ এরপর অবশ্য বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেজ নিজের দুই তারকা স্ট্রাইকার লুকাকু ও হ্যাজার্ডকে তুলে নেন ৷
advertisement
এদিকে হ্যাজার্ডের বদলি হিসেবে মাঠে নামা বাৎসুহাইও এদিন ৯০ মিনিটে নিজের নামের পাশে একটি গোল লিখে নেন ৷ ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আগে তিউনিশিয়ার খাজরি একটি গোল করে দলের হারের ব্যবধান কমিয়ে ৫-২ করে নেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন লুকাকু, বেলজিয়ামের হাতে শেষ ১৬-র টিকিট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement