রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন লুকাকু, বেলজিয়ামের হাতে শেষ ১৬-র টিকিট

Last Updated:

এই বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি গোলের ম্যাচের সাক্ষী হয়ে রইল রাশিয়ার ওৎকৃতি অ্যারেনা ৷

বেলজিয়াম (৫)- হ্যাজার্ড (২), লুকাকু (২), বাৎসুহাই
তিউনিশিয়া (২) - ব্রন ,খাজরি 
#ওৎকৃতি অ্যারেনা : এই বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি গোলের ম্যাচের সাক্ষী হয়ে রইল রাশিয়ার ওৎকৃতি অ্যারেনা ৷ তিউনিশিয়ার বিরুদ্ধে বেলজিয়াম জিতল ৫-২ গোলে ৷ বেলজিয়ান চকোলেটের মতই মসৃণ ফুটবলে দর্শকদের মন জিতে নিল লুকাকু-হ্যাজার্ডরা ৷
advertisement
বেলজিয়ান রেড ডেভিলসরা এদিন হলুদ জার্সিতে খেললেও শুরু থেকেই দাপট দেখাতে শুরু করে ৷ ম্যাচের ৬ মিনিটের মাথায় পাওয়া পেনাল্টি থেকে গোল করতে কোনও রকম ভুল করেননি ইডেন হ্যাজার্ড ৷ ১৬ মিনিটেই স্কোরলাইন ২-০ করে দেন দুরন্ত ফর্মে থাকা রোমেলু লুকাকু ৷ প্রথম ম্যাচে জোড়া গোল করে ঠিক যে জায়গায় ম্যাচ শেষ করেছিলেন এদিনের ম্যাচে যেন সেখান থেকেই শুরু করেছিলেন রেড ডেভিলসের স্ট্রাইকার ৷
advertisement
১৮ মিনিটে ব্রন তিউনিশিয়ার হয়ে ব্যবধান কমান ৷ প্রথমার্ধের সংযুক্তি সময়ে নিজের দ্বিতীয়টি সেরে নেন লুকাকু ৷ এদিনের দুটি গোলের পরে এই মুহূর্তে গোল্ডেন বুটের দৌড়ে রোনাল্ডোর পাশে গিয়ে বসলেন লুকাকু ৷
advertisement
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ কমায়নি তারা ৷ এদিকে ৩-১ গোলে পিছিয়ে থাকা তিউনিশিয়াও ওপেন ফুটবল খেলা থেকে সরে আসেনি ৷ ৫১ মিনিটে ফের নিজের দ্বিতীয়টি সেরে নেন হ্যাজার্ড ৷ তাঁর গোলে স্কোরলাইন হয়ে যায় ৪-১ ৷ এরপর অবশ্য বেলজিয়ান কোচ রবের্তো মার্তিনেজ নিজের দুই তারকা স্ট্রাইকার লুকাকু ও হ্যাজার্ডকে তুলে নেন ৷
advertisement
এদিকে হ্যাজার্ডের বদলি হিসেবে মাঠে নামা বাৎসুহাইও এদিন ৯০ মিনিটে নিজের নামের পাশে একটি গোল লিখে নেন ৷ ম্যাচের শেষ বাঁশি বাজার আগে আগে তিউনিশিয়ার খাজরি একটি গোল করে দলের হারের ব্যবধান কমিয়ে ৫-২ করে নেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোনাল্ডোকে ছুঁয়ে ফেললেন লুকাকু, বেলজিয়ামের হাতে শেষ ১৬-র টিকিট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement