হোম /খবর /ফুটবল /
মেসি খেলুন ফরাসি ক্লাব পিএসজি -তে, চেয়েছিলেন 'পুরনো শত্রু' র‌্যামোস

মেসি খেলুন ফরাসি ক্লাব পিএসজি -তে, চেয়েছিলেন 'পুরনো শত্রু' র‌্যামোস

মেসির পাশে খেলার ইচ্ছে ছিল র‍্যামসের

মেসির পাশে খেলার ইচ্ছে ছিল র‍্যামসের

আর্জেন্তাইন মহাতারকাটিকে রুখতে সরাসরি লাথিও মারতে কার্পণ্য করেননি তিনি। কড়া ট্যাকল করতেও ছাড়েনি। মেসিও পাল্টা ট্যাকেল করেছেন তাঁকে

  • Last Updated :
  • Share this:

#প্যারিস: স্প্যানিশ ফুটবলের ইতিহাসে সের্গিও র‌্যামোস নামটা প্রথমদিকে থাকবে। স্প্যানিশ আর্মাডার ডিফেন্স এর অন্যতম এই ভরসা দীর্ঘদিন জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ ক্লাবের অপরিহার্য ফুটবলার ছিলেন। স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো কাপ জেতা ছাড়াও রিয়েল মাদ্রিদের হয়ে অসংখ্য ট্রফি জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগ হ্যাটট্রিক করা দলের সদস্য ছিলেন।

ক্লাব ফুটবলে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা সবারই জানা। এল ক্লাসিকো ঘিরে শুধু স্পেন নয়, গোটা বিশ্ব দু’ভাগে বিভক্ত হয়। দুই দলের ফুটবলারদের মধ্যেও রেষারেষি যথেষ্ট। এর ফলেই আন্তর্জাতিক স্তরে স্পেনের সাফল্য এসেছে অনেক দেরিতে। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদের ইকের কাসিয়াস ও বার্সেলোনার জাভি জাতীয় দলের ফুটবলারদের মধ্যে মেলবন্ধন ঘটান। সেই বছর লুই আরাগোনেসের প্রশিক্ষণে ইউরো জেতে স্পেন।

এছাড়া ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো কাপ রয়েছে ভিসেন্ত দেল বস্কির ঝুলিতে। তবে এই পর্বেও সের্গিও র‌্যামোস ও জেরার্ড পিকের কলহ নিয়ে খরচ হয়েছে অনেক নিউজপ্রিন্ট। এই দু’জনের দ্বন্দ্বে রঙিন হয়েছে এল ক্লাসিকো। মর্যাদার ম্যাচে মেসিকে রোখার প্রধান দায়িত্ব থাকত মারকুটে র‌্যামোসের ওপর। মাঠের মধ্যে আর্জেন্তাইন মহাতারকাটিকে রুখতে সরাসরি লাথিও মারতে কার্পণ্য করেননি তিনি। কড়া ট্যাকল করতেও ছাড়েনি। মেসিও পাল্টা ট্যাকেল করেছেন তাঁকে।

তবে এখন সেসব অতীত। রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করে পিএসজি’তে যোগ দিয়েছেন র‌্যামোস। নতুন ক্লাবে গিয়েই প্রাক্তন প্রতিদ্বন্দ্বী মেসিকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। এদিন এক সাক্ষাৎকারে স্প্যানিশ ডিফেন্ডারটি বলেন, ‘সেরাদের সঙ্গে খেলতে পছন্দ করি। আর মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমার দলে ওর জন্য বিশেষ জায়গা থাকবেই।’

রিয়াল মাদ্রিদে খেলার সময় বার্সেলোনার নেইমারকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে র‌্যামোসের। এবার দু’জনেই এক দলে। এই প্রসঙ্গে লড়াকু ডিফেন্ডারটির মন্তব্য, ‘লা লিগায় প্রতিদ্বন্দ্বী ছিলাম ঠিকই। তবে নেইমার আমরা বন্ধু। পিএসজি’তে সই করার আগে ওর সঙ্গে কথা হয়েছিল।’

কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার মেসিকে দলে পেতে চাইলেও এই মুহূর্তে তেমন সম্ভাবনা নেই। আর্জেন্টাইন মহাতারকা ইতিমধ্যেই সই করে দিয়েছেন বার্সেলোনায়। টাকা কিছুটা কমিয়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে। তাই পুরনো প্রতিদ্বন্দ্বীকে পাশে পাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না র‌্যামোসের।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: Lionel Messi, PSG