Football: রহিম নবি, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি'কুনহা এক মাঠে! যুব সমাজকে মোবাইল আসক্তি ছাড়াতে অভিনব উদ্যোগ

Last Updated:

Football: সীমান্ত এলাকার যুব সমাজকে মোবাইলে আসক্তি ছাড়াতে অভিনব উদ্যোগ

+
মাঠে

মাঠে খেলা

উত্তর ২৪ পরগনা: সীমান্ত এলাকার মানুষজন এমনিতেই বিএসএফের কড়া নজরদারি ও ভারী বুটের শব্দে থাকেন আতঙ্কে। আর তারই মাঝে বর্তমান আধুনিকতার যুগে মোবাইল ফোনের বার বাড়ন্তে যুবসমাজ হয়ে পড়েছে আসক্ত। তাই সীমান্ত লাগোয়া এলাকার যুব সমাজকে আবারও মাঠমুখী করতে নেওয়া হল এমন উদ্যোগ।
স্বরূপনগর ব্লকের বাঙলানী গ্রাম পঞ্চায়েতের তেঁতুলিয়া বলফিল্ডের মাঠে এদিন আয়োজন করা হয় এক দিবারাত্র ব্যাপী ফুটবল টুর্নামেন্টের। যেখানে ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত হয়েছিলেন রহিম নবি, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি’কুনহার মতো প্রাক্তন বিখ্যাত ফুটবলাররা।
advertisement
advertisement
এলাকার বিভিন্ন দল এদিনের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে মাঠে নামেন। একে অপরকে টেক্কা দিতে বল পায়ে এগিয়ে যেতেই, দর্শক আসনে থাকা মানুষের উত্তেজনা চোখে পড়ে এদিনের খেলা ঘিরে। খেলোয়াররাও এতে যথেষ্টই উৎসাহ পান। এদিন এলাকার বিশিষ্ট ও প্রাক্তন ফুটবলারদেরও বিশেষ সম্মান জানানো হয়। পাশাপাশি, সামাজিক কর্মকাণ্ড অর্থাৎ দুস্থ মানুষদের এই শীতের মরশুমে কম্বল ও শীত বস্ত্র বিতরণেরও আয়োজন করেন উদ্যোক্তারা।
advertisement
স্বরূপনগর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুলাল ভট্টাচার্য ও মৎস‍্য কর্মাধ‍্যক্ষ বাপ্পা ঘোষরা জানান, “এই ধরনের উদ্যোগের ফলে একদিকে যেমন সীমান্ত এলাকার যুব সমাজকে মাঠমুখি করা যাবে, অন্যদিকে মানুষের সাথে জনসংযোগও আরও বাড়ানো সম্ভব হবে।” এদিনের এই আয়োজনের মধ্যে দিয়েই যেন এলাকার যুব সমাজকে দেওয়া হল বিশেষ বার্তা।
advertisement
Rudra Narayan Roy
বাংলা খবর/ খবর/খেলা/
Football: রহিম নবি, অসীম বিশ্বাস, অ্যালভিটো ডি'কুনহা এক মাঠে! যুব সমাজকে মোবাইল আসক্তি ছাড়াতে অভিনব উদ্যোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement