Brazil vs Argentina: ডি মারিয়ার গোলে ১-০ এগোল আর্জেন্টিনা, 'শেষ সুযোগের' লক্ষ্যে দৌড় লিও মেসির!

Last Updated:

Brazil vs Argentina: খেলার শুরু থেকেই অবশ্য দু'দলই রক্ষণ সামলে আক্রমণে উঠছে। নীচে নেমে দলের খেলা তৈরির চেষ্টা চালাচ্ছেন মেসিও।

# রিও ডি জেনেরিও: ব্রাজিলের মাঠে বেজে উঠল কোপা আমেরিকার ফাইনালের বাঁশি। মুখোমুখি লিওনেল মেসি বনাম নেইমার। মারাকানার দর্শকশূন্য মাঠে বিশ্ব ফুটবলের মহারণের আয়োজন। অনেক ফুটবল বিশেষজ্ঞরাই বলছেন, লিওনেল মেসির কাছে এবারের কোপাই শেষ সুযোগ বড় কোন টুর্নামেন্টে দেশের হয়ে ট্রফি জেতার। যদিও মেসির একসময়ের 'বন্ধু' নেইমার জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই রিও ডি জেনেরিও থেকে মেসিকে কাপ নিয়ে যেতে দেবেন না।
এমনকী যে ম্যানেজার নিজের যোগ্যতায় ব্রাজিলকে এই মুহূর্তে লাতিন আমেরিকার সেরা ফুটবল শক্তি করে তুলেছেন, সেই তিতেও আর্জেন্টিনার উদ্দেশ্যে বলে দিয়েছেন, মেসিকে কীভাবে আটকাতে হয়, সে টোটকা তাঁর ভালোই জানা! অর্থাৎ, ধূর্ত ট্যাকটিশিয়ান এবং ম্যাচ অসাধারণ রিডিং ক্ষমতা থাকা তিতে যে প্রয়োজনে প্রতিপক্ষ দলের সঙ্গে মাইন্ড গেম খেলতে জানেন, তা স্পষ্ট। মেসিকে আটকে দেওয়া মানে আর্জেন্টিনার আক্রমণ ভোঁতা হয়ে যাওয়া। একই কথা খাটে নেইমারের ক্ষেত্রেও।
advertisement
খেলার শুরু থেকেই অবশ্য দু'দলই রক্ষণ সামলে আক্রমণে উঠছে। নীচে নেমে দলের খেলা তৈরির চেষ্টা চালাচ্ছেন মেসিও। লিওনেল মেসি কি পারবেন বিশ্ব ফুটবলে প্রথমবার কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর দেশকে চ্যাম্পিয়ন করতে? নাকি শেষ হাসি হাসবেন তাঁর উল্টোদিকে থাকা আর এক মহাতারকা নেইমার? তাকিয়ে আছে গোটা ফুটবল বিশ্ব।
advertisement
এ বারের কোপা ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবলের দুই সেরা শক্তিধরই যে মুখোমুখি হবে, তা যেন প্রত্যাশিতই ছিল৷ এ বারের কোপা আমেরিকায় ফাইনালের আগে পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৫টিতেই জয়ী হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা৷ ব্রাজিল যেখানে ১২টি গোল করেছে, সেখানে আর্জেন্টিনা করেছে ১১ গোল৷ কিন্তু শেষ কথা বলবে ফাইনালের গোল। সেই গোলের লক্ষ্যেই ছুটছেন লিও মেসি।
বাংলা খবর/ খবর/খেলা/
Brazil vs Argentina: ডি মারিয়ার গোলে ১-০ এগোল আর্জেন্টিনা, 'শেষ সুযোগের' লক্ষ্যে দৌড় লিও মেসির!
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement