কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !
Last Updated:
ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷
#সেন্ট পিটার্সবার্গ: ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷ সৌজন্যে ওয়ান্ডার কিড ৷ এরপরই মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার ৷
যা নিয়েও সমালোচকরা ভুরু কুঁচকেছেন ৷ এবার তাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন তিনি ৷ নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেইমার নিজের জবাব দিয়েছেন ৷
advertisement
নেইমার লিখেছেন , ‘‘ এখানে আসতে আমি কী কী বিষয়ের মধ্যে দিয়ে গেছি কেউ জানে না ৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ টিয়া পাখিও কথা বলতে পারে, কিন্তু যে পথে হেঁটেছি, সে পথে সকলে হাঁটে না ৷ আমি আনন্দে কেঁদেছি, কেঁদেছি জেতার ইচ্ছা ও বাধা টপকে আসার জন্য ৷ ’’
‘‘ আমার জীবনে কখনই কিছু সহজ ছিল না ৷ এখনই বা কী করে সহজ হবে ৷ স্বপ্ন না লক্ষ্য এখনও বেঁচে আছে ৷ পারফরম্যান্সের জন্য অভিনন্দন বন্ধুরা ৷ ’’
advertisement
ফেব্রুয়ারিতে পিএসজি-র হয়ে খেলার সময় পা ভেঙে গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকারের ৷ আর তারপর এটা তাঁর চতুর্থ ম্যাচ ৷
Nem todos sabem o q passei pra chegar até aqui,falar até papagaio fala, agora fazer...O choro é de alegria, de superação, de garra. Na minha vida as coisas nunca foram fáceis, não seria agora né! O sonho continua, sonho não, OBJETIVO! Parabéns pela partida rapaziada,vcs são FODA pic.twitter.com/dgdtK2zKei
— Neymar Jr (@neymarjr) 22 June 2018
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2018 12:35 PM IST