কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !

Last Updated:

ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷

#সেন্ট পিটার্সবার্গ: ম্যাচের বয়স তখন ৯৭ মিনিট ৷ ব্রাজিলের ১-০ স্কোরলাইন ২-০ হয়ে গেল ৷ সৌজন্যে ওয়ান্ডার কিড ৷ এরপরই মাঠেই কান্নায় ভেঙে পড়েন নেইমার ৷
Photo Courtesy - AP Photo Courtesy - AP
যা নিয়েও সমালোচকরা ভুরু কুঁচকেছেন ৷ এবার তাদের জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় জবাব দিলেন তিনি ৷ নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডেল নেইমার নিজের জবাব দিয়েছেন ৷
advertisement
নেইমার লিখেছেন , ‘‘ এখানে আসতে আমি কী কী বিষয়ের মধ্যে দিয়ে গেছি কেউ জানে না ৷
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ টিয়া পাখিও কথা বলতে পারে, কিন্তু যে পথে হেঁটেছি, সে পথে সকলে হাঁটে না ৷ আমি আনন্দে কেঁদেছি, কেঁদেছি জেতার ইচ্ছা ও বাধা টপকে আসার জন্য ৷ ’’
‘‘ আমার জীবনে কখনই কিছু সহজ ছিল না ৷ এখনই বা কী করে সহজ হবে ৷ স্বপ্ন না লক্ষ্য এখনও বেঁচে আছে ৷ পারফরম্যান্সের জন্য অভিনন্দন বন্ধুরা ৷ ’’
advertisement
ফেব্রুয়ারিতে পিএসজি-র হয়ে খেলার সময় পা ভেঙে গিয়েছিল ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকারের ৷ আর তারপর এটা তাঁর চতুর্থ ম্যাচ ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
কেন ভেঙে পড়়লেন কান্নায়, সোশ্যাল মিডিয়ায় নেইমার স্বীকারোক্তি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement