শাকিরির গোলে সুইৎজারল্যান্ডের চমৎকার, কী দাঁড়ালো ব্রাজিলের অঙ্ক

Last Updated:

জমে উঠেছে বিশ্বকাপ ৷ ব্রাজিলকে আটকে দেওয়ার পর এবার সার্বিয়া বধ সুইৎজারল্যান্ডের ৷

সার্বিয়া (১) (মিত্রোভিচ)  - সুইৎজারল্যান্ড (২) (হাকা, শাকিরি)
#কালিঙ্গার্ড : জমে উঠেছে বিশ্বকাপ ৷ ব্রাজিলকে আটকে দেওয়ার পর এবার সার্বিয়া  বধ সুইৎজারল্যান্ডের ৷  শাকিরির ৯০ মিনিটের গোলে গ্রুপ ই জমে দই ৷
শুক্রবার বিকেলে কোস্টারিকার বিরুদ্ধে ২-০ গোলে ব্রাজিল জিতে গ্রুপ ই-র এক নম্বরে চলে গেছে ৪ পয়েন্ট নিয়ে ৷ সকলে যখন ভাবছিল বাহ এবার স্বস্তিতে ৷ ঠিক তখনই রাতের খেলায় ফের চমক ৷
advertisement
advertisement
কোস্টারিকার বিরুদ্ধে জেতা সার্বিয়া এদিনও চমৎকার শুরু করেছিল ৷ ম্যাচের ৫ মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় সার্বিয়া ৷ এদিনের গোটা ম্যাচেই দাপট ছিল সার্বিয়া-র ৷ বল প্লে থেকে বল পজেশন সবতেই ছিল তাদেরই আধিপত্য ৷ ম্যাচের প্রথমার্ধ এগিয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই  গোল শোধ করে সুইৎজারল্যান্ড ৷ গোল করেন জাকা ৷
advertisement
আক্রমণ -প্রতিআক্রমণে জমে থাকা ম্যাচে অবশ্য চমক আরও বাকি ছিল ৷ এদিন সার্বিয়া অবশ্য নিজেদের সুযোগ ঠিকভাবে কাজে লাগাতে পারলে বিজয়লক্ষ্মী তাদের ওপরই হাসত ৷ তার বদলে ৯০ মিনিটে সুইস তারকা শাকিরি সকলকে চমকে দিয়ে দলকে জয়সূচক গোল এনে দেন ৷
এই মুহূর্তে ই গ্রুপে ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে রয়েছে ৷ সুইৎজারল্যান্ড একই সংখ্যক পয়েন্ট নিয়ে টেবলের দু‘নম্বরে রয়েছে ৷ প্রথম ম্যাচ জিতে থাকায় ৩ পয়েন্ট নিয়ে সার্বিয়া তিন নম্বরে রয়েছে ৷ কোস্টারিকা একটিও ম্যাচে পয়েন্ট পায়নি ৷  এবার প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে ৷  সুইৎজারল্যান্ড খেলবে কোস্টারিকার বিরুদ্ধে  ৷ তারা যদি জিতে যায় তাহলে তারা শেষ ১৬-র ছাড়পত্র পেয়ে যাবে ৷  আবার সার্বিয়া বনাম ব্রাজিল ম্যাচ জিতে ব্রাজিল জিতে যায় তাহলে তারাও নক আউটে পৌঁছে যাবে ৷  যদি ব্রাজিল সার্বিয়া ম্যাচ ড্র হয় তাহলেও ব্রাজিলই অ্যাডভানটেজ ৷ কিন্তু যদি ব্রাজিল সার্বিয়ার কাছে হেরে যায় সেক্ষেত্রে তাদেরও শেষ ১৬ যাওয়া হবে  না ৷
advertisement
Capture
সব মিলিয়ে যেভাবে ফিফা বিশ্বকাপের গ্রুপের খেলাগুলো হচ্ছে তাতে একদম টানটান উত্তেজনা বজায় থাকছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
শাকিরির গোলে সুইৎজারল্যান্ডের চমৎকার, কী দাঁড়ালো ব্রাজিলের অঙ্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement