শাকিরির গোলে সুইৎজারল্যান্ডের চমৎকার, কী দাঁড়ালো ব্রাজিলের অঙ্ক
Last Updated:
জমে উঠেছে বিশ্বকাপ ৷ ব্রাজিলকে আটকে দেওয়ার পর এবার সার্বিয়া বধ সুইৎজারল্যান্ডের ৷
সার্বিয়া (১) (মিত্রোভিচ) - সুইৎজারল্যান্ড (২) (হাকা, শাকিরি)
#কালিঙ্গার্ড : জমে উঠেছে বিশ্বকাপ ৷ ব্রাজিলকে আটকে দেওয়ার পর এবার সার্বিয়া বধ সুইৎজারল্যান্ডের ৷ শাকিরির ৯০ মিনিটের গোলে গ্রুপ ই জমে দই ৷
শুক্রবার বিকেলে কোস্টারিকার বিরুদ্ধে ২-০ গোলে ব্রাজিল জিতে গ্রুপ ই-র এক নম্বরে চলে গেছে ৪ পয়েন্ট নিয়ে ৷ সকলে যখন ভাবছিল বাহ এবার স্বস্তিতে ৷ ঠিক তখনই রাতের খেলায় ফের চমক ৷
advertisement
advertisement
কোস্টারিকার বিরুদ্ধে জেতা সার্বিয়া এদিনও চমৎকার শুরু করেছিল ৷ ম্যাচের ৫ মিনিটেই মিত্রোভিচের গোলে এগিয়ে যায় সার্বিয়া ৷ এদিনের গোটা ম্যাচেই দাপট ছিল সার্বিয়া-র ৷ বল প্লে থেকে বল পজেশন সবতেই ছিল তাদেরই আধিপত্য ৷ ম্যাচের প্রথমার্ধ এগিয়ে শেষ করলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে সুইৎজারল্যান্ড ৷ গোল করেন জাকা ৷
advertisement
আক্রমণ -প্রতিআক্রমণে জমে থাকা ম্যাচে অবশ্য চমক আরও বাকি ছিল ৷ এদিন সার্বিয়া অবশ্য নিজেদের সুযোগ ঠিকভাবে কাজে লাগাতে পারলে বিজয়লক্ষ্মী তাদের ওপরই হাসত ৷ তার বদলে ৯০ মিনিটে সুইস তারকা শাকিরি সকলকে চমকে দিয়ে দলকে জয়সূচক গোল এনে দেন ৷
এই মুহূর্তে ই গ্রুপে ব্রাজিল ৪ পয়েন্ট নিয়ে টেবলের এক নম্বরে রয়েছে ৷ সুইৎজারল্যান্ড একই সংখ্যক পয়েন্ট নিয়ে টেবলের দু‘নম্বরে রয়েছে ৷ প্রথম ম্যাচ জিতে থাকায় ৩ পয়েন্ট নিয়ে সার্বিয়া তিন নম্বরে রয়েছে ৷ কোস্টারিকা একটিও ম্যাচে পয়েন্ট পায়নি ৷ এবার প্রত্যেকেরই একটি করে ম্যাচ বাকি রয়েছে ৷ সুইৎজারল্যান্ড খেলবে কোস্টারিকার বিরুদ্ধে ৷ তারা যদি জিতে যায় তাহলে তারা শেষ ১৬-র ছাড়পত্র পেয়ে যাবে ৷ আবার সার্বিয়া বনাম ব্রাজিল ম্যাচ জিতে ব্রাজিল জিতে যায় তাহলে তারাও নক আউটে পৌঁছে যাবে ৷ যদি ব্রাজিল সার্বিয়া ম্যাচ ড্র হয় তাহলেও ব্রাজিলই অ্যাডভানটেজ ৷ কিন্তু যদি ব্রাজিল সার্বিয়ার কাছে হেরে যায় সেক্ষেত্রে তাদেরও শেষ ১৬ যাওয়া হবে না ৷
advertisement
সব মিলিয়ে যেভাবে ফিফা বিশ্বকাপের গ্রুপের খেলাগুলো হচ্ছে তাতে একদম টানটান উত্তেজনা বজায় থাকছে ৷
Location :
First Published :
June 23, 2018 9:29 AM IST