Football News: বাঙালির রক্তে ফুটবল, আইএফএ আয়োজিত ছোটদের স্কুল ফুটবলে সেরা হল শ্যামসুন্দরপুর হাইস্কুল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
Football News: স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন পাঁশকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল!
হলদিয়া: কিছু জিনিস আছে বাঙালির কাছে বড় আবেগের। তাদের মধ্যে অন্যতম হল ফুটবল। বর্তমান ক্রিকেটের রমরমা বাজারেও ফুটবল নিয়ে বাঙালির আবেগ বিন্দুমাত্র কমেনি। তাইতো ফুটবল নিয়ে লেখা হয় বিখ্যাত গান ‘সব খেলার সেরা, বাঙালির তুমি ফুটবল।’ এই ফুটবলে বাজিমাত করল জেলার একটি স্কুল। ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব ১৪ স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাজিমাত করল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার স্বনামধন্য স্কুল পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল।
হলদিয়ায় আই এফ এ পরিচালিত অনুর্ধব ১৪ বছর বালক বিভাগের সুপ্রিম কাপ স্কুল ফুটবল টুর্নামেন্টের পূর্ব মেদিনীপুর জেলা পর্যায়ের খেলা শেষ হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার আটটি স্কুল অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। এই আটটি স্কুল হল, শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল, টিকরাপাড়া এএম হাইস্কুল, গেঁওখালি হাইস্কুল, হলদিয়া হাইস্কুল, হলদিয়া গভর্নমেন্ট স্পনসরড হায়ার সেকেন্ডারি স্কুল, কেশবপুর জলপাই গদাধর জগেন্দ্র মিলন বিদ্যাপীঠ, মহিষাদল রাজ হাইস্কুল এবং বাড়ঘাসিপুর হাইস্কুল।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার খেলাগুলি হয় দূর্গাচক স্টেডিয়ামে। প্রতিদিন একটি করে খেলা হয়। জেলার সেরা আটটি স্কুল এই টুর্নামেন্টে অংশ গ্ৰহন করছিল। উদ্বোধনী ম্যাচে অংশ গ্ৰহন করেছিল পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল এবং টিকরাপাড়া এ এম হাইস্কুল।
advertisement
পাঁশকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল তিন শূন্য গোলে জয়লাভ করে তাদের জয়যাত্রা শুরু করেছিল। এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল মহিষাদল রাজ হাইস্কুলকে ওই একই ফলাফলে, অর্থাৎ তিন শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।পূর্ব মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী বলেন, মোট আটটি স্কুল টিম অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাঁশকুড়া পাটনা শ্যামসুন্দরপুর হাইস্কুল বনাম গেঁওখালি হাইস্কুল। শ্যামসুন্দরপুর পাটনা হাইস্কুল জয়ী হয়। আইএফএ পরিচালিত এই টুর্নামেন্ট প্রতিটি জেলায় চলবে।
advertisement
এরপর প্রতিটি জেলার চ্যাম্পিয়ন দলকে নিয়ে জোন ভাগ করে টুর্নামেন্ট আয়োজন করা হবে। জোন টুর্নামেন্টের চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়নরা রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্টে সুযোগ পাবে।\’ প্রসঙ্গত বর্তমান সময়ে যখন পড়াশোনা ও মোবাইলের কারণে হারিয়ে যেতে বসেছে শৈশব। খেলার মাঠ ভুলে যেতে বসেছে বর্তমান প্রজন্ম। সেই জায়গায় আই এফ এ পরিচালিত এই স্কুল ফুটবল টুর্নামেন্ট বর্তমান প্রজন্মকে আবারও মাঠমুখী করবে বলে মনে করছেন শিক্ষাবিদ থেকে মনবিদরা।
advertisement
Saikat Shee
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 10:42 PM IST
