Husband and Wife: ম্যাট্রিমনিয়াল সাইটে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে আলাপ থেকে বিয়ে, তারপর বাড়ি ফিরেই আর যোগাযোগ জাস্ট বন্ধ, তারপর বউ যা করল
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Husband and Wife:স্বামীকে ফিরে পেতেই ধর্নায় স্ত্রী! বিয়ের পর সব ঠিকঠাক থাকলেও হঠাৎই বদলে যায় পরিস্থিতি
উত্তর ২৪ পরগনা: স্বামীকে ফিরে পেতে বারাসতে গৃহবধূর ধরনা, টানা ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও অনড় অবস্থানে। বারাসাতে স্বামীর বাড়ির সামনেই চলছে তার এই দাবি আদায়ের প্রক্রিয়া। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙা থেকে এসে বিগত ৩৬ ঘণ্টা ধরে ধর্নায় ওই গৃহবধূ । ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বারাসাত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়ার রিজেন্ট কুসুম হাউসিং সোসাইটি এলাকায়। গৃ
বধূর অভিযোগ, ২০২০ সালে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে পরিচয় হয় বারাসতের বাসিন্দা মহম্মদ আজহারউদ্দিন নামে এক যুবকের সঙ্গে। সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়। এরপর চলতি বছরের ৫ এপ্রিল বহরমপুর কোর্টে রেজিস্ট্রি বিয়ে হয় তাঁদের। বিয়ের পর কিছুদিন সব ঠিকঠাক থাকলেও অভিযোগ, স্বামী আজহারউদ্দিন বারাসতে নিজের বাড়িতে ফিরে আসার পর থেকেই স্ত্রীর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন।
advertisement
advertisement
ফোন বা অন্যান্য মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি তাঁর। বাধ্য হয়ে অবশেষে গৃহবধূ বাবা-মাকে নিয়ে বারাসতে এসে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসেছেন। তিনি জানান, আজহারউদ্দিন একাধিকবার জানিয়েছেন, তাঁর বাবা-মা অসুস্থ, তাই দেখা করা সম্ভব নয়। তবে গৃহবধূর অনুমান, এই অজুহাতের আড়ালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাঁর স্বামী।
advertisement

গৃহবধূর অনুমান, এই অজুহাতের আড়ালেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তাঁর স্বামী
ইতিমধ্যে এই বিষয়ে বেলডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে বারাসত থানার পুলিশ এসে পরিবারের সঙ্গে কথা বললেও, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ বারাসতে জমা পড়েনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে আবাসনে চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের একাংশ এই অবস্থান-বিক্ষোভে সহানুভূতি প্রকাশ করলেও, কেউ কেউ নিরাপত্তাজনিত কারণেও উদ্বিগ্ন। আজহারউদ্দিন বাইরে আছে বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। তার তরফে মেলেনি কোন প্রতিক্রিয়া। এখন দেখার, প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ নেয় আর আদেও টানা ৩৬ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরও এই ধর্না দিয়ে ফিরে পান কিনা স্বামীকে।
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2025 10:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Husband and Wife: ম্যাট্রিমনিয়াল সাইটে মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে আলাপ থেকে বিয়ে, তারপর বাড়ি ফিরেই আর যোগাযোগ জাস্ট বন্ধ, তারপর বউ যা করল