#বার্সেলোনা: একুশ বছরের সম্পর্ক ছিন্ন। বার্সেলোনা (Barcelona) ছাড়ছেন লিওনেল মেসি (Lionel Messi)। বৃহস্পতিবার বার্সার তরফেই বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়েছে। এ দিন ক্লাবের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় বসেন মেসি। তারপরেই বিচ্ছেদের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
চলতি মরশুমেই বার্সায় মেসির চুক্তি র মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকেই মেসির ক্লাব ছাড়ার জল্পনা ছড়িয়ে পড়ে। যদিও আর্জেন্টিনিও মহা তারককে ধরে রাখতে মরিয়া ছিল বার্সেলোনা। কিন্তু ক্লাবের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় মেসির দাবি পূরণ করা কঠিন হয়ে দাঁড়ায় বার্সার পক্ষে। আর্থিক চুক্তির পরিমাণ নিয়েই দু-পক্ষে দর কষাকষি চলছিল। কিন্তু সেই আলোচনা শেষ পর্যন্ত ফলপ্রসূ হল না। তবে বার্সা ছাড়লেও মেসি কোন দলে যাবেন তা এখনও স্পষ্ট নয়।
LATEST NEWS | Leo #Messi will not continue with FC Barcelona
— FC Barcelona (@FCBarcelona) August 5, 2021
বার্সার তরফে জারি করা বিবৃতিতে অবশ্য দাবি করা হয়েছে, আলোচনায় দু-পক্ষই ঐক্যমতে পৌঁছয়। দু-পক্ষই নতুন চুক্তি সই করতে আগ্রহীও ছিল। কিন্তু স্প্যানিশ লিগের আর্থিক বিধি সংক্রান্ত নিয়মাবলির কারণে চুক্তি সই সম্ভব হয়নি।
জানা গিয়েছে, আগের চুক্তির থেকে পঞ্চাশ শতাংশ কম অর্থ নিয়েই আরও পাঁচ বছর বার্সার হয়ে খেলতে রাজি ছিলেন মেসি। কিন্তু তাতেও বার্সেলোনার খেলোয়ারদের মোট বেতন যা দাঁড়াচ্ছিল তা স্প্যানিশ লিগের বেঁধে দেওয়া সীমা ছাড়িয়ে যাচ্ছিল। কারণ এই মুহুর্তে বার্সার ঘারে বিপুল ঋণের বোঝা রয়েছে। বাধ্য হয়েই তাই মেসিকে বিদায় জানাতে হল বার্সাকে। ক্লাবের তাঁর অবদানের জন্য মেসিকে কৃতজ্ঞতা জানিয়েছে বার্সেলোনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barcelona, Lionel Messi