Copa America 2019: কাতারকে হারিয়ে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, গোল পেলেন না মেসি
Last Updated:
কাতার: ০
আর্জেন্টিনা: ২ ( লতারো মার্টিনেজ- ৪', সার্জিও অ্যাগুয়েরো- ৮২')
#পোর্তো অ্যালেগ্রে: কোপা আমেরিকায় এ বছর শুরুটা একেবারেই ভাল হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার ৷ কলম্বিয়ার কাছে প্রথম ম্যাচে ০-২ গোলে হার ৷ এরপর দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র ৷ স্বভাবতই চাপ বাড়ছিল আর্জেন্টিনা শিবিরে ৷ কোয়ার্টার ফাইনালে ওঠার ব্যাপারে একটা আশঙ্কা দেখা দিয়েছিল ৷ শেষপর্যন্ত সমর্থকদের চিন্তা দূর করে কাতারকে সোমবার ২-০ গোলে হারিয়ে কোপার শেষ আটে জায়গা নিশ্চিত করলেন মেসিরা ৷ শনিবার, ২৯ জুন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা ৷
advertisement
advertisement
কাতারের বিরুদ্ধে এদিন ম্যাচে জিতলেও আর্জেন্টিনার খেলা মন ভরাতে ব্যর্থ ফুটবলপ্রেমীদের ৷ গোল পাননি মেসি ৷ দুই অর্ধে একটি করে গোল করে আর্জেন্টিনা ৷ মেসির ব্যর্থতা ঢেকে দেন মার্টিনেজ ও অ্যাগুয়েরো ৷
ম্যাচের হাইলাইটস দেখুন---
advertisement
ম্যাচ শুরুর ৪ মিনিটের মধ্যেই প্রথম গোলটি করে মার্টিনেজ ৷ প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচের একেবারে শেষভাগে ৮২ মিনিটে গোল পান অ্যাগুয়েরো ৷ মাঝের সময় নিজেরা গোল না করলেও কাতারের ডিফেন্স ছিল জমাট ৷
To the quarter final. Argentina beat Qatar to qualify as second. Scaloni guys were quite good.Existence of De Paul at mildfield was good to support Paredes who performed well. Aguero and Messi made a good duo. I think that Dybala should play as a standing (diamond). #CopaAmerica pic.twitter.com/x7pzB1QAmo
— Ahmed Bahgat (@AhmedBahgat28) June 23, 2019
advertisement
কাতারের বিরুদ্ধে জয় তুলে নেওয়ায় লিগের ৩ ম্যাচের শেষে আর্জেন্টিনার পয়েন্ট দাঁড়ায় ৪ ৷ গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে প্যারাগুয়ে হারে ১-০ গোলে ৷ ফলে তিন ম্যাচের সব ক’টিতে জিতে কলম্বিয়ার সংগ্রহে ৯ পয়েন্ট ৷ তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে ৷ অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2019 8:28 AM IST