Copa America: Arg vs Bra: শেষ বাঁশি বাজতেই দু'হাতে মুখ ঢাকলেন মেসি, ভাইরাল ভিডিও

Last Updated:

১৯৩৭ -র পর কোপার মঞ্চে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন৷

Lionel Messi's first trophy in Internatrional jersey for Argentina - Photo Courtesy- Copa America/ Twitter
Lionel Messi's first trophy in Internatrional jersey for Argentina - Photo Courtesy- Copa America/ Twitter
#রিও ডি জেনেইরো: ফাইনালে আরও একটা গোল হলে নিঃসন্দেহে ছবিটা আরও পারফেক্ট হতে পারত , কিন্তু কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) নিজের নামের পাশে গোল না থাকলে কি হবে, টুর্নামেন্টে তাঁর নামের পাশে চার গোল, টুর্নামেন্ট সেরা Lionel Messi৷ তবে সবচেয়ে বড় প্রাপ্তি জাতীয় দলের জার্সিতে তাঁর প্রথম ট্রফি৷ ২০১৬ -তে কোপা ফাইনালে খালি হাতে ফিরতে হয়েছিল এল এম টেনকে (Lionel Messi), কিন্তু এবার ডি মারিয়ার (Di Maria) সৌজন্যে ফাইনালের গোল তাঁর ও দেশের নামে কোপা আমেরিকা তুলে দিল৷
এদিন ফাইনাল বাঁশি বাজার পরেই মাঠে দু হাতে মুখ ঢেকে মাঠে বসে পড়েন৷ ফুটবল রাজপুত্রের বিরুদ্ধে চিরকালীন অভিযোগ যে জাতীয় দলেক জার্সিতে ফ্লপ  মেসি , তাঁর পারফরম্যান্সের সব ঔজ্জ্বল্যই ক্লাব জার্সিতে৷ এর আগে তাঁর সমসাময়িক আরও দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ইউরো জিতেছেন অন্যদিকে নেইমার জাতীয় দলের জার্সিতে কোপা জিতেছেন৷
advertisement
তাই এদিন মেসি কী প্রচণ্ড ভাবে এই জয় চেয়েছিলেন তা ম্যাচ শেষে তাঁর তাৎক্ষণিক ভাবপ্রকাশে প্রমাণিত৷ দেখে নিন মেসির আবেগের সেই ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
সাধারণত মেসিকে বলা হয় তার আবেগের প্রকাশ কম, আসলে এখানেও তাঁর দেশের আরেক লেজেন্ড মারাদোনার সঙ্গে তাঁর তুলনা হয়৷ তাঁর আবেগের বহিঃপ্রকাশ এতটাই বেশি যে মেসি তাঁর থেকে অনেক সংযত আবেগ সকলের সামনে তুলে ধরেন৷ এদিন ম্যাচের পর কোচ লিওনেল স্যাকালোনিকে কোলে তুলে নেন৷
advertisement
আসলে শাপমোচনের এ় এক নতুন অধ্যায়৷ কোপা আমেরিকার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিরুদ্ধে খেলায় বাজিমাত মেসির আর্জেন্টিনার৷
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Arg vs Bra: শেষ বাঁশি বাজতেই দু'হাতে মুখ ঢাকলেন মেসি, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement