নেইমারকে আটকাতে প্রয়োজনে আঘাত করব, স্পষ্ট বার্তা আর্জেন্টিনার এই ফুটবলারের

Last Updated:

এই ফাইনাল নিয়ে নেইমারের সঙ্গে কথা হয়েছে পিএসজি মিডফিল্ডারের। নেইমারও বলেছেন, খেলার সময় বন্ধুত্বের কথা আর মনে রাখবেন না। পারেদেসের তো পরিকল্পনা পিএসজি সতীর্থকে মার দেওয়ার

কোপা আমেরিকার ফাইনালে যে পারেদেসের আর্জেন্টিনার সামনে নেইমারের ব্রাজিল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের লড়াই, সেটাও আবার শিরোপা জেতার জন্য। বন্ধুত্ব মনে রাখার উপায় আছে? আর্জেন্টাইন ডিফেন্সিভ মিডফিল্ডার পারেদেস তো আগেভাগেই জানিয়ে রাখলেন, বন্ধু হলেও কোনো ছাড় নেই নেইমারের জন্য। বরং ফাইনালে তাকে আটকাতে প্রয়োজনে আঘাতও করবেন।
এই ফাইনাল নিয়ে নেইমারের সঙ্গে কথা হয়েছে পিএসজি মিডফিল্ডারের। নেইমারও বলেছেন, খেলার সময় বন্ধুত্বের কথা আর মনে রাখবেন না। পারেদেসের তো পরিকল্পনা পিএসজি সতীর্থকে মার দেওয়ার। আসলে নেইমার আর মেসির মানের খেলোয়াড়কে আটকে রাখাটাও কঠিন, মনে করেন পারেদেস। তিনি বলেন, ‘তাকে (নেইমার) মার্কিং করা খুবই ঝামেলার। কিছু করা আসলে অসম্ভব। কারণ আপনি জানবেনই না সে কোথায় যাচ্ছে। তার এবং মেসির বেলায় এটাই ঘটে।’
advertisement
advertisement
আর্জেন্টাইন মিডফিল্ডার যোগ করেন, ‘এমনকি যদি তাদের সম্পর্কে আপনি অনেক কিছু জেনেও থাকেন, মাঠে তারা আলাদা কিছু করে বসবে। তাদের মাথা খুব দ্রুত কাজ করে, শরীরও।’ তাহলে নেইমারকে আটকানোর উপায় কী? পারেদেস মনে করেন, মারতে হবে।
তিনি বলেন, ‘নেইমারকে খুব কাছে থেকে মার্ক করতে হবে। কিছুটা আঘাতও করার দরকার পড়বে। সে-ও জানে আমি তাকে পাগল বানিয়ে ছাড়ব। সে আমাকে সেটা বলেছেও। সে এটাও বলেছে, যদি সম্ভব হয় আমরা পুরো ম্যাচেই লড়াই করব।’ নেইমারের সঙ্গে ক্লাব ফুটবল খেলেন বলে ব্রাজিলীয় তারকার শক্তি, দুর্বলতা সবচেয়ে ভাল জানা আছে এই ফুটবলারটির। মাঠে কতটা সফল হতে পারেন তার উত্তর পাওয়া যাবে রবিবার ভোরে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নেইমারকে আটকাতে প্রয়োজনে আঘাত করব, স্পষ্ট বার্তা আর্জেন্টিনার এই ফুটবলারের
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement