উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার

Last Updated:

আর কয়েক ঘন্টা -র অপেক্ষা ৷ তারপরই আরও জোরদার লড়াইতে তৈরি হচ্ছে বিশ্বকাপ ৷

#নিজনি নভগরোদ : আর কয়েক ঘন্টা -র অপেক্ষা ৷ তারপরই আরও জোরদার লড়াইতে তৈরি হচ্ছে বিশ্বকাপ ৷ আরও চার দল বিদায় নেবে এই রাউন্ডে ৷ আর কাপের দৌড়ে টিকে থাকবে শেষ চারটি দল ৷
শুক্রবার সন্ধ্যা ৭.৩০ -র ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও উরুগুয়ে ৷ ইউরোপীয় ফুটবল বনাম লাতিন আমেরিকান ফুটবলের লড়াই ৷
পরিসংখ্যানে দু‘দলের তুল্যমূল্য বিচারটাও একবার দেখে নিন ৷ এই দুই দলের মধ্যে ড্র করার প্রবণতাটা সবচেয়ে বেশি ৷ এদের মধ্যে চারবার খেলা শেষ হয়েছে ড্র দিয়ে ৷ অন্যদিকে উরুগুয়ে দু‘বার জিতেছে এবং একবার হেরেছে ৷
advertisement
advertisement
শুধুমাত্র বিশ্বকাপের মঞ্চে এই দুই দল তিন বার মুখোমুখি হয়েছে ৷ তারমধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে ৷ ১৯৬৬ সালে বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়েছিল উরুগুয়ে ৷
both team
advertisement
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে একটিও গোল খায়নি উরুগুয়ে ৷ অন্যদিকে তাদের শক্ত ডিফেন্স ভাঙতে একমাত্র সমর্থ হয়েছিলেন পর্তুগালের পেপে ৷ শেষ ১৬-র খেলায় গোল করেছিলেন তিনি ৷
উরুগুয়ে ছাড়া এখনও অবধি ব্রাজিলই এমন আরেকটি দল যারা এখনও অবধি একটি মাত্র গোল খেয়েছে  ৷
ফ্রান্স উরুগুয়ের থেকে এখনও অবধি ৩ টি বেশি গোল খেয়েছে ৷ আর এই দুটি দলই মোট ৭ টি করে গোল করেছে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
উরুগুয়ে বনাম ফ্রান্স লড়াইয়ের আগে একনজরে দেখে নিন পরিসংখ্যানের বিচার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement