অভিনব সম্মান ! হাওয়ার্ড স্কুলের নাম বদলে হ্যারি কেন স্কুল করা হল ইংল্যান্ডে

Last Updated:

তাঁর ছোটবেলার স্কুলের নাম রাখা হল ইংরেজ অধিনায়কের নামে। নেটমাধ্যমে ইংল্যান্ড ফুটবল দলকে সমর্থন করার জন্য এমনিতেই জনপ্রিয় হাওয়ার্ড জুনিয়র স্কুল। শুক্রবার একদিনের জন্য ওই স্কুলের নাম বদলে হ্যারি কেন জুনিয়র স্কুল রাখা হল

#লন্ডন: রিচার্ড দ্যা লায়ন হার্ট, নেলসন, স্যার উইনস্টন চার্চিল, হেনরি দ্য এইট, চার্লস ডারউইন, ডাবলু সি গ্রেসদের নাম ইংলিশ ইতিহাসে জ্বলজ্বল করছে। সাধারণত ইংরেজ জাতি অত্যন্ত বাস্তববাদী এবং আবেগ বর্জিত। কিন্তু জাতীয় নায়কদের নিয়ে ব্রিটিশদের দুর্বলতা কারো অজানা নয়। ইংরেজদের জাতীয় নায়ক এই মুহূর্তে হ্যারি কেন। ফুটবল মাঠে ব্রিটিশ আধিপত্য কায়েম করতে হ্যারির ওপরেই বাজি ধরে বসে আছি গোটা ইংল্যান্ড। রেস্তোরাঁ, পানশালা থেকে শুরু করে মেট্রো স্টেশন... সর্বত্র একটাই নাম শোনা যাচ্ছে।
ইংল্যান্ডের নাম্বার নাইন। ছয় ফুটের সুদর্শন স্ট্রাইকার সাড়ে ছয় কোটি ব্রিটেন বাসীর নয়নের মনি। অর্ধশতাব্দী আগে ফুটবল মাঠে যে ইতিহাস তৈরি করেছিল ববি মুর, জিওফ হেরস্টদের ইংল্যান্ড, সেই স্মৃতি আবার ফিরে আসবে কিনা চর্চায় আট থেকে আশি। হ্যারি কেন যেন একটা নাম নয়, একটা আবেগ, একটা সম্ভাবনা, একটা প্রত্যাশার মাপকাঠি। ইউরো কাপ জিতবেন কিনা তা রবিবারেই বোঝা যাবে। তবে তার আগেই বড় সম্মান পেলেন হ্যারি কেন।
advertisement
তাঁর ছোটবেলার স্কুলের নাম রাখা হল ইংরেজ অধিনায়কের নামে। নেটমাধ্যমে ইংল্যান্ড ফুটবল দলকে সমর্থন করার জন্য এমনিতেই জনপ্রিয় হাওয়ার্ড জুনিয়র স্কুল। শুক্রবার একদিনের জন্য ওই স্কুলের নাম বদলে হ্যারি কেন জুনিয়র স্কুল রাখা হল। শুধু তাই নয়, টুইটারে এই নাম বদলের পাশাপাশি নতুন লোগোও দেওয়া হয়েছে। বাচ্চারা স্কুলের দেওয়াল জুড়ে ইংল্যান্ড তারকার নাম লিখেছেন। দেওয়ালে জ্বলজ্বল করছে ছবি। হ্যারি কেনের মুখোশ লাগিয়ে স্কুলে এসেছিলেন ছাত্র এবং শিক্ষকরা।
advertisement
advertisement
চার গোল করে এই মুহূর্তে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন হ্যারি কেন। ১৯৬৬-র পর প্রথম কোনও বড় প্রতিযোগিতার ফাইনালে উঠল ইংল্যান্ড। খরা কাটিয়ে দেশকে কাপ জেতাতে মরিয়া এই ফুটবলার। হ্যারি কেন মাঝে মাঝেই এই স্কুলে আসেন। দুস্থ, অনাথ শিশুদের নিয়ে নিজের ফাউন্ডেশন আছে তাঁর। জানিয়েছেন স্কুলের এই সম্মান প্রদর্শনে তিনি অভিভূত। বুঝতে পারছেন না কী বলে ধন্যবাদ দেবেন। রবিবার ফুটবলার জীবনের এখনও পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছেন ইংরেজ অধিনায়ক। তিনি পুরস্কার নয়, মরিয়া হয়ে আছেন ইউরো কাপ ঘরে তোলার জন্য।
বাংলা খবর/ খবর/খেলা/
অভিনব সম্মান ! হাওয়ার্ড স্কুলের নাম বদলে হ্যারি কেন স্কুল করা হল ইংল্যান্ডে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement