রাশিয়ার বিরুদ্ধে নামার আগে ডিফেন্স নিয়ে চিন্তায় স্পেন

Last Updated:

গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের মতো খেলেনি দল। আসল খেলা কি নকআউটে ?

#মস্কো:  গ্রুপ পর্বে চ্যাম্পিয়নের মতো খেলেনি দল। আসল খেলা কি তাহলে নকআউটে ? উত্তর না মিললেও রাশিয়ার বিরুদ্ধে অন্য স্পেনকে দেখবে বিশ্ব। মেগা ম্যাচের আগে ইনিয়েস্তাদের শরীরী ভাষা তা বুঝিয়ে দিয়েছে।
টুর্নামেন্টে নামার আটচল্লিশ ঘণ্টা আগে কোচবদল। প্রথম ম্যাচে পর্তুগালের মতো প্রতিপক্ষ। দুর্বল মরক্কোর বিরুদ্ধে কোনওরকমে হার বাঁচানো। রাশিয়ায় স্পেনের বিশ্বকাপ অভিযান এমনই ঘটনাবহুল। ২০১০-এর চ্যাম্পিয়নদের নিয়ে বেজায় বিরক্ত স্প্যানিশরা। নকআউটে ভুল হলে কেউ ছেড়ে কথা বলবে না। এবার রাশিয়ার বিরুদ্ধে নামার আগে কোচ হিয়েরোকে অনেক অঙ্ক কষে নামতে হচ্ছে।
Dg8lJU0WAAAGh62
advertisement
advertisement
সামনে দিয়েগো কোস্তাকে রেখে ৪-২-৩-১  ছকে দল সাজিয়েছেন হিয়েরো। ৩ ম্যাচে ৩ গোল করে দিয়েগো কোস্তা টিমকে ভরসা দিয়েছেন। মরক্কোর বিরুদ্ধে দু'বার পিছিয়ে পড়েও জয় বুঝিয়ে দিয়েছে স্পেনের লড়ার ক্ষমতা। তবে ৩ ম্যাচ ৫ গোল খাওয়া রক্ষণ নিয়ে চিন্তা রয়েছে পর্তুগিজদের। র‍্যামোস-পিকের বোঝাপড়ার অভাব স্পষ্ট। দি গিয়ার কিপিংও প্রশ্নের মুখে।
advertisement
পুওলের জমানার মতো এই লা রোজাদের ডিফেন্স ভাল নয়। দুরন্ত ফর্মে থাকা রাশিয়ার ফরোয়ার্ডরা দুর্বল জায়গাটা ধরতে চাইবেন। হেডস্যার হিয়েরোর চ্যালেঞ্জ রুশ গতিকে আটকানো। নাহলে এবারের মতো বিশ্বকাপ শেষ হয়ে যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাশিয়ার বিরুদ্ধে নামার আগে ডিফেন্স নিয়ে চিন্তায় স্পেন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement