শেষ ম্যাচ পর্যন্ত সাসপেন্স, গ্রুপ-ই থেকে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে ব্রাজিল, সুইৎজারল্যান্ড ও সার্বিয়া

Last Updated:

কোস্টারিকা বাদে ই-গ্রুপ থেকে কারা শেষ ষোলোয় যায় তার জন্য বুধবার রাত পর্যন্ত অপেক্ষা

#মস্কো: শেষ ম্যাচ পর্যন্ত সাসপেন্স। কোস্টারিকা বাদে ই-গ্রুপ থেকে কারা শেষ ষোলোয় যায় তার জন্য বুধবার রাত পর্যন্ত অপেক্ষা। লড়াইয়ে ব্রাজিল, সুইৎজারল্যান্ড ও সার্বিয়া।
গ্রুপ-ই’তে চারের মধ্যে টক্কর তিন দলের। আগেই ছুটি হয়ে গিয়েছে কোস্টারিকার। গ্রুপ-ই-র যা পরিস্থিতি, তাতে তিন দলেরই দরজা খোলা। ব্রাজিল, সুইৎজারল্যান্ড ও সার্বিয়ার মধ্যে যে কোনও দুটি দল যেতে পারে শেষ ষোলোয়।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার আগে ব্রাজিল। গোলপার্থক্যে তারা এগিয়ে। একই পয়েন্টে থাকলেও গোলপার্থক্যের জন্য গ্রুপের দু'নম্বরে সুইৎজারল্যান্ড। সার্বিয়া তিন পয়েন্ট নিয়ে তিন নম্বরে। আর ২ ম্যাচে দুটি হেরে ০ পয়েন্টে সবার শেষে কোস্টারিকা।
advertisement
advertisement
কীভাবে ব্রাজিল নক আউটে যাবে ? জিতলে বা ড্র করলেও তিতের দলের চিন্তা নেই। হারলেও সুযোগ থাকছে, সেক্ষেত্রে শেষ ম্যাচে সুইসদের হারতে হবে। তবে ব্রাজিল যদি হেরে যায়, আর সুইসরা ড্র করে, তখন নেইমারদের ছুটি হয়ে যাবে। সার্বিয়ারও রাস্তা আছে। তাদের অঙ্ক সহজ। ব্রাজিলকে হারাতেই হবে। সুইসদের আবার অন্য সমীকরণ। শাকিরিরা কোস্টারিকা ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই চলে যাবে প্রি-কোয়ার্টারে। দু'দলের পয়েন্ট সমান হলে দেখা হবে হেড-টু-হেড। তাতেও দু'দল এক জায়গায় থাকলে দেখা হবে গোলপার্থক্য। তাতেও কাজ না হলে দেখা হবে কে কটা কার্ড দেখেছে।
advertisement
যখন একই সময় চারটি দল খেলবে তখন থেকেই শুরু হয়ে যাবে পারমুটেশনের নানা অঙ্ক। রাশিয়া দেখিয়ে দিল বিশ্বকাপে প্রথম রাউন্ডেও উত্তেজনার অভাব নেই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শেষ ম্যাচ পর্যন্ত সাসপেন্স, গ্রুপ-ই থেকে শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে ব্রাজিল, সুইৎজারল্যান্ড ও সার্বিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement