সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু আয়োজক রাশিয়ার

Last Updated:

রাশিয়া: ৫ ( গাজিনস্কি-১২', চেরিশেভ-৪৩', ৯০+১', আর্টেম ৭১', গোলোভিন ৯০+৪'), সৌদি আরব: ০

রাশিয়া: ৫ ( গাজিনস্কি-১২', চেরিশেভ-৪৩', ৯০+১', আর্টেম ৭১', গোলোভিন ৯০+৪')
সৌদি আরব: ০
#মস্কো: একটা নয়, দু’টো নয় ৷ একেবারে পাঁচ-পাঁচটা গোল ৷ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এমন গোলের বন্যা শেষ কোন বছর দেখা গিয়েছে, তা সহজে কেউই মনে করতে পারছে না ৷ আয়োজক রাশিয়া ফেভারিট হলেও এশিয়া ফুটবলের অন্যতম বড় শক্তি সৌদি আরব এদিন অন্তত লড়াই করবে, এমনটাই আশা করা হয়েছিল ৷ কিন্তু কোথায় কী, মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বৃহস্পতিবার খড়কুটোর মতোই উড়ে গেল সৌদি আরব ৷ ৫-০ গোলে বিধ্বস্ত হল তারা ৷
advertisement
advertisement
মস্কোর লুজনিকি স্টেডিয়ামে এই বিশ্বকাপের প্রথম গোল গাজিনস্কির। রাশিয়ান গোলায় সৌদি আরব উড়ে গেল ৫-০ গোলে। জোড়া গোল করলেন চেরিশেভ। শেষ দিকে গোলের ব্যবধান বাড়ান আর্টেম ও গোলোভিন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল রাশিয়া। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল হজম করে সৌদি আরব ৷
ম্যাচ শুরুর ১২ মিনিটেই গোল করে রাশিয়াকে এগিয়ে দিয়েছিলেন গাজিনস্কি। তার পর থেকে শুধু রাশিয়ারই দাপট দেখলেন দর্শকরা। ম্যাচে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি সৌদির ৷ মাঝে কয়েকটা সুযোগ পেলেও তা থেকে গোল আসেনি ৷ ৪৩ মিনিটে রাশিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন চেরিশভ ৷ দ্বিতীয়ার্ধের শেষ দুটো গোল এল অতিরিক্ত সময়ে। পর পর সৌদি আরবের জালে বল জড়ান চেরিশভ ও গোলোভিন।
advertisement
DfqmoHKXcAA6eEw
বাংলা খবর/ খবর/খেলা/
সৌদি আরবকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দারুণ শুরু আয়োজক রাশিয়ার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement