ফিফা র‌্যাঙ্কিংয়ে ফের উন্নতি ভারতের, দু’ধাপ উপরে উঠলেন সুনীলরা

Last Updated:

র‌্যাঙ্কিংয়েও দু’ধাপ উপরে উঠে এলেন সুনীল ছেত্রীরা ৷

#জুরিখ: ভারতীয় ফুটবলের সময়টা এখন ভালই যাচ্ছে ৷ ম্যাকাওকে হারিয়ে ২০১৯ এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর র‌্যাঙ্কিংয়েও দু’ধাপ উপরে উঠে এলেন সুনীল ছেত্রীরা ৷ ফিফা সদ্য যে র‌্যাঙ্ক তালিকা প্রকাশ করেছে তাতে ভারতের স্থান ১০৫ ৷ কয়েক মাস আগেই প্রথম একশোর মধ্যে ঢুকে পড়লেও পরে ফের পিছিয়ে পড়ে ভারত ৷ শেষপর্যন্ত আবার দু’ধাপ এগোলেন মেন ইন ব্লু’রা ৷
ভারতের সংগ্রহে এখন ৩২৮ পয়েন্ট ৷ ম্যাকাওকে হারানোর পর ১২ পয়েন্ট বেড়েছে ভারতের ৷ আর তাতেই র‌্যাঙ্ক তালিকায় উন্নতি হয়েছে সুনীলদের ৷ তালিকায় অবনতি ঘটেছে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবং জর্জিয়ার ৷ শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ৷ এরপর রয়েছে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম এবং পোল্যান্ড ৷ স্প্যানিশরা রয়েছেন আট নম্বরে ৷ প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছে পেরুও ৷ র‌্যাঙ্ক তালিকায় ভারতের প্রতিবেশি দেশগুলির অবস্থা অবশ্য খুবই খারাপ ৷ পাকিস্তান রয়েছে ২০১ নম্বরে, বাংলাদেশ ১৯৬ নম্বরে এবং ১৯৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
ফিফা র‌্যাঙ্কিংয়ে ফের উন্নতি ভারতের, দু’ধাপ উপরে উঠলেন সুনীলরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement