ফিফা র্যাঙ্কিংয়ে ফের উন্নতি ভারতের, দু’ধাপ উপরে উঠলেন সুনীলরা
Last Updated:
র্যাঙ্কিংয়েও দু’ধাপ উপরে উঠে এলেন সুনীল ছেত্রীরা ৷
#জুরিখ: ভারতীয় ফুটবলের সময়টা এখন ভালই যাচ্ছে ৷ ম্যাকাওকে হারিয়ে ২০১৯ এএফসি এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জনের পর র্যাঙ্কিংয়েও দু’ধাপ উপরে উঠে এলেন সুনীল ছেত্রীরা ৷ ফিফা সদ্য যে র্যাঙ্ক তালিকা প্রকাশ করেছে তাতে ভারতের স্থান ১০৫ ৷ কয়েক মাস আগেই প্রথম একশোর মধ্যে ঢুকে পড়লেও পরে ফের পিছিয়ে পড়ে ভারত ৷ শেষপর্যন্ত আবার দু’ধাপ এগোলেন মেন ইন ব্লু’রা ৷
ভারতের সংগ্রহে এখন ৩২৮ পয়েন্ট ৷ ম্যাকাওকে হারানোর পর ১২ পয়েন্ট বেড়েছে ভারতের ৷ আর তাতেই র্যাঙ্ক তালিকায় উন্নতি হয়েছে সুনীলদের ৷ তালিকায় অবনতি ঘটেছে ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ কাতার এবং জর্জিয়ার ৷ শীর্ষে রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ৷ এরপর রয়েছে ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম এবং পোল্যান্ড ৷ স্প্যানিশরা রয়েছেন আট নম্বরে ৷ প্রথম দশের মধ্যে ঢুকে পড়েছে পেরুও ৷ র্যাঙ্ক তালিকায় ভারতের প্রতিবেশি দেশগুলির অবস্থা অবশ্য খুবই খারাপ ৷ পাকিস্তান রয়েছে ২০১ নম্বরে, বাংলাদেশ ১৯৬ নম্বরে এবং ১৯৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 16, 2017 7:18 PM IST