Spain Nations League final : দুর্ধর্ষ ইতালিকে হারিয়ে প্রতিশোধ এনরিকের স্পেনের

Last Updated:

Ferran Torres brace helps Spain end Italy 37 match unbeaten streak. ইতালির অজেয় যাত্রা স্পেন থামাল তাদের মাঠেই। মধুর প্রতিশোধ নিল লুইস এনরিকের দল। বুধবার রাতে নেশনস লিগের সেমিফাইনালে ২-১ গোলে জিতে ফাইনালে লা রোখা

স্পেনের নতুন নায়ক ফেরান তোরেস
স্পেনের নতুন নায়ক ফেরান তোরেস
স্পেন -২
#মিলান: স্প্যানিশ ফুটবলের সোনালী প্রজন্ম আবার কবে ফিরে আসবে জানা নেই। কিন্তু বার্সেলোনার প্রাক্তন ম্যানেজার লুইস এনরিকের হাত ধরে স্প্যানিশ ফুটবল যে সঠিক রাস্তায় ফিরছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছিল শেষ ইউরো কাপে। চ্যাম্পিয়ন হতে না পারলেও তরুণ স্প্যানিশ দল প্রশংসা কুড়িয়েছিল সকলের। তিন মাস আগের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ স্পেনের, জানা ছিল আগেই। তবে বিশ্বরেকর্ড টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকা ইতালির বিপক্ষে সেই প্রতিশোধ হবে কি না, সংশয় তো ছিলই।
advertisement
advertisement
ইতালি যে অপরাজেয় দল হয়ে গিয়েছিল! শেষ পর্যন্ত ইতালির অজেয় যাত্রা স্পেন থামাল তাদের মাঠেই। মধুর প্রতিশোধ নিল লুইস এনরিকের দল। বুধবার রাতে নেশনস লিগের সেমিফাইনালে ২-১ গোলে জিতে ফাইনালে নাম লিখিয়েছে তারা।গত জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে টাইব্রেকারে স্পেনের স্বপ্ন ভেঙেছিল ইতালি। এবার নেশনস লিগের শেষ চারে ইতালির স্বপ্ন ভাঙল স্পেন।সান সিরোয় নিজেদের মাঠে এবারই প্রথম হারল ইতালি।
advertisement
ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে স্পেন। তবে প্রথমার্ধের ৪২ মিনিটে লিওনার্দো বোনুচ্চি লাল কার্ড দেখায় বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আজ্জুরিদের। ম্যাচের ১৭ মিনিটেই পিছিয়ে পড়ে অজুরি। মিকেল ওয়ারজাবালের ক্রস থেকে বক্সের মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আরও এক গোল করেন তোরেস। এবারও তার গোলে অবদান ছিল মিকেল ওয়ারজাবালের। তার কাছ থেকে বল পেয়ে খুব কাছে থেকে দুর্দান্ত হেডে গোল করেন আক্রমণভাগের দক্ষ সেনানী তোরেস।
advertisement
দ্বিতীয়ার্ধে পুরোটা সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে ইতালিকে। তাই তারা বেশ কোণঠাসা হয়ে পড়ে। স্পেন ২-০ ব্যবধানে এগিয়ে ছিল অনেকটা সময়। ম্যাচের শেষভাগে এসে ৮৩ মিনিটে ব্যবধান কমায় ইতালি। ফেদেরিকো সিয়েসার কাছ থেকে বল পেয়ে বক্সের খুব কাছে থেকে ডান পায়ের শটে গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি।
তবে ওই পর্যন্তই। অজেয় যাত্রা আর ধরে রাখতে পারেনি ইতালি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছেড়েছে রবার্তো মানচিনির দল। ম্যাচ শেষে ইতালির কোচ মেনে নিয়েছেন একটা লাল কার্ড তাদের যাবতীয় পরিকল্পনা নষ্ট করে দিয়েছিল। তবে ফাইনালে পৌঁছানোর জন্য স্পেনের ফুটবলারদের শুভেচ্ছা জানিয়েছেন ইউরো জয়ী কোচ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Spain Nations League final : দুর্ধর্ষ ইতালিকে হারিয়ে প্রতিশোধ এনরিকের স্পেনের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement