Xavi Barcelona coach : কাতারি ক্লাবের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হয়ে আসার পথে জাভি

Last Updated:

FC Barcelona hopeful to appoint Xavi Hernandez. জাভি নিজে বার্সেলোনার কোচ হতে চান, আল সাদের সাথে তার চুক্তি অনুযায়ী ৫.৮ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে

বার্সেলোনার কোচ হওয়ার পথে জাভি
বার্সেলোনার কোচ হওয়ার পথে জাভি
বর্তমান ক্লাবের সাথে তার দুই বছরের চুক্তি এখনো আছে। কিন্তু জাভি নিজে বার্সেলোনার কোচ হতে চান। আল দুহালির সাথে ৩-৩ গোলে ড্র করে জাভির আল সাদ। এই ড্র এর পর জাভি বলেন দুই ক্লাবের মধ্যে এখন কথা চলছে,যা খুব শীঘ্রই পাকা হবে। নিজের প্রাক্তন ক্লাবে পুনরায় ফেরার ব্যাপারে যথেষ্ট উৎসাহী। তিনি বলেন আমি ঘরে ফেরার জন্য খুব আগ্রহী। বার্সেলোনা কোচ হওয়া খুব গর্বের ব্যাপার, অনেক চাপ থাকবে আমার উপর।কিন্তু আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।
advertisement
advertisement
তবে নিজের চুক্তি সম্পর্কেও তিনি যথেষ্ট ওয়াকিবহাল। তাই দুই ক্লাব কতৃপক্ষের উপরই নিজের ভবিষ্যত ছেড়ে দিয়েছেন জাভি। বর্তমান ক্লাব আল সাদের সাথে তার চুক্তি অনুযায়ী ৫.৮ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ রয়েছে। তাই বার্সেলোনাতে যোগ দেওয়ার ব্যাপারটা কেবল সময়ের অপেক্ষা বলে মনে করেন জাভি। বার্সেলোনার পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট রাফা ইউস্তে এবং ফুটবল ডিরেক্টর মাতেও আলেমানি দোহা গেছেন জাভিকে তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করার কাজ করতে। তবে বার্সেলোনা প্রেসিডেন্ট লাপোর্তে দোহা যাননি।
advertisement
অন্যদিকে আল সাদ কতৃপক্ষ জাভিকে তাদের কোচের পদ থেকে ছাড়তে নারাজ। তাদের চিফ এক্সিকিউটিভ তুর্কি আল আলি জানান যে ক্লাব কী চায় সেটা স্পষ্ট।তারা জাভিকে মরশুমের আসল সময়ে ছাড়তে নারাজ। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ নভেম্বর এস্পানীওলের বিরুদ্ধে ম্যাচে কোচ হিসেবে বার্সেলোনা বেঞ্চে বসবেন জাভি। ২০১৫ তে ৪১ বছর বয়সী জাভি আল সাদে যোগ দেন খেলোয়ার হিসেবে। বার্সেলোনার হয়ে মোট ৭৬৭ টি ম্যাচ খেলেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার টি।
advertisement
৮টি লা লিগা এবং ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি বার্সেলোনার হয়ে।কোচ হিসেবে আল সাদের হয়ে প্রায় ৬৬% জেতার রেকর্ড আছে তার। স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন তিনি। আল সাদকে ৯৭টি ম্যাচের মধ্যে ৬৪টি জিতিয়েছেন জাভি।বার্সেলোনার হয়েও সেই ম্যাজিক দেখানো এখন সময়ের অপেক্ষা।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Xavi Barcelona coach : কাতারি ক্লাবের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার কোচ হয়ে আসার পথে জাভি
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement