Euro 2020 Final: ‘পেনাল্টি শ্যুট-আউটে হারের মতো দুঃখ আর কিছুতে নেই...’, ফাইনালে হারের পর বললেন হতাশ হ্যারি কেন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Harry Kane In Pain As England Lose To Italy: ম্যাচ শুরুর মাত্র দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এমন গোলে, যা সচরাচর ইউরো কাপ ফাইনালের মতো মঞ্চে দেখা যায় না।
ইতালি- ১ (বোনাচ্চি-৬৭’)
ইংল্যান্ড- ১ (লুক শ- ২’)
পেনাল্টি শ্যুট-আউটে ৩-২ গোলে জয়ী ইতালি
advertisement
লন্ডন: ইংল্যান্ড বনাম ইতালি ৷ রবিবার ওয়েম্বলিতে ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের দুই অন্যতম ফেভারিট দল ৷ ইতালির এবারের টুর্নামেন্টে আগাগোড়া দুর্দান্ত খেললেও পিছিয়ে ছিল না ইংল্যান্ডও ৷ শেষপর্যন্ত পেনাল্টি শ্যুট-আউটে ম্যাচ হেরে হতাশ হ্যারি কেনরা ৷ শাপমুক্তি এবারও হল না ৷ একেবারে তীরে এসে তরী ডুবল ইংল্যান্ডের ৷
advertisement
🏴 England can move forward with optimism after an impressive EURO 2020 campaign 👏#EURO2020 | #ENG pic.twitter.com/UKnArKohta
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021
টাইব্রেকারে গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমার জোড়া সেভে ইতালি জিতল ৩-২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১। ফাইনাল হারের পর হতাশ ইংল্যান্ডের তারকা ফুটবলার হ্যারি কেন বলেন, ‘‘ পেনাল্টির মতো খারাপ জিনিস হয় না ৷ যদি আপনি হেরে যান ৷’’ আইটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে কেন বলেন, ‘‘ যে কেউ পেনাল্টি মিস করতে পারেন ৷ আমরা গোটা টুর্নামেন্টের দারুণভাবে এগিয়েছি ৷ দলের ফুটবলাররা নিজেদের সবটুকু দিয়েছে ৷ কিন্তু এদিনের রাতটা আমাদের ছিল না ৷ ’’ কেন আরও বলেন, ‘‘ আমরা একটা দুর্দান্ত দলের বিরুদ্ধে আজ ম্যাচ খেললাম , শুরুটা ভালোই করেছিলাম ৷ মাঝেমধ্যে হয়তো খেলা থেকে কিছুটা হারিয়ে যাচ্ছিলাম আমরা ৷ ওরা বল পজেশন দারুণ রেখেছিল ৷ ’’
advertisement
🇮🇹 The moment Italy lifted their second EURO title! 🏆 @azzurri | #ITA | #EURO2020 pic.twitter.com/MVl5tjZoyK
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021
ম্যাচ শুরুর মাত্র দু’মিনিটের মাথায় এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এমন গোলে, যা সচরাচর ইউরো কাপ ফাইনালের মতো মঞ্চে দেখা যায় না। এরপর দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে বোনাচ্চির গোলে সমতায় ফেরে ইতালি ৷ নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকার পর ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে ৷ টাইব্রেকারে বাজিমাত আজুরিদের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 12, 2021 6:10 AM IST