বিশ্বমঞ্চে সুযোগ! কর্নাটকের চিকিৎসক FIFA World Cup 2022-র মেডিক্যাল অফিসারের পদে, চিনুন কিরণ কুলকার্নিকে

Last Updated:

২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) প্রি কোয়ালিফায়ার (Pre-Qualifier) ম্যাচে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের এক ডাক্তার।

dharwad doctor will be medical officer at 2022 fifa world cup- Photo-Representative
dharwad doctor will be medical officer at 2022 fifa world cup- Photo-Representative
#বেঙ্গালুরু: কাতারে ৭ অক্টোবর আর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) প্রি কোয়ালিফায়ার (Pre-Qualifier) ম্যাচে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের এক ডাক্তার। এই দু'টি ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার (Medical Officer) হিসাবে নির্বাচিত হয়েছে কর্নাটকের ধারওয়াড়ের ডাক্তার কিরণ কুলকার্নি (Kiran Kulkarni)। ইনিই হলেন ভারতের একমাত্র ডাক্তার যাকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
কর্নাটকের ধারওয়াড়ের ডাক্তার কিরণ কুলকার্নিকে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েসন (Federation International De Football Association) দ্বারা মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। ডাক্তার কিরণ কুলকার্নি ৭ অক্টোবর কাতারের রাজধানী দোহায় ইরাক আর লেবাননের মধ্যে হওয়া ফুটবল ম্যাচ এবং ১২ অক্টোবর তেহরানে ইরান আর দক্ষিণ কোরিয়ার মধ্যে হওয়া এশিয়া ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার হিসাবে কাজ করবেন। ডাক্তার কিরণ কুলকার্নির কাজ হল চিকিৎসাব্যবস্থার ওপর নজর রাখা এবং খেলোয়াড়, স্টাফ এবং অন্যান্যদের চিকিৎসার স্থিতির পরীক্ষা-নিরীক্ষা করা। ডাক্তার কিরণ কুলকার্নি ডোপিং কন্ট্রোল অফিসার এবং ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসাবেও কাজ করবেন। ডাক্তার কিরণ কুলকার্নি এর আগেও অনেক টুর্নামেন্টে মেডিক্যাল অফিসার রূপে কাজ করেছেন। তাই ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের জন্য তাঁকে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
advertisement
advertisement
ডাক্তার কিরণ কুলকার্নি জানিয়েছেন "আমার কাজ হল চিকিৎসাব্যবস্থার ওপর নজর রাখা এবং সঠিক ও নিখুঁতভাবে অ্যান্টি ডোপিং প্রোগ্রাম পরিচালনা করা। এছাড়াও কোভিড প্রটোকলের দিকে নজর দেওয়ার জন্য আমাকে ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসাবেও কাজ করতে হবে"।
advertisement
ডাক্তার কিরণ কুলকার্নি ২১ বছর ধরে স্পোর্টস মেডিসিনের (Sports Medicine) একজন কনসালট্যান্ট (Consultant) হিসাবে কাজ করছেন। তিনি মাইসুরু মেডিক্যাল কলেজ (Mysuru Medical College) থেকে এমবিবিএস (MBBS) এবং সাই-এনআইএস পাটিয়ালা মেডিক্যাল কলেজ (SAI-NIS Patiala Medical College) থেকে স্পোর্টস মেডিসিনে পিজি ডিপ্লোমা (PG Diploma) পাশ করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বমঞ্চে সুযোগ! কর্নাটকের চিকিৎসক FIFA World Cup 2022-র মেডিক্যাল অফিসারের পদে, চিনুন কিরণ কুলকার্নিকে
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement