হোম /খবর /ফুটবল /
বিশ্বমঞ্চে সুযোগ! কর্নাটকের চিকিৎসক ফিফা বিশ্বকাপের মেডিক্যাল অফিসারের পদে

বিশ্বমঞ্চে সুযোগ! কর্নাটকের চিকিৎসক FIFA World Cup 2022-র মেডিক্যাল অফিসারের পদে, চিনুন কিরণ কুলকার্নিকে

dharwad doctor will be medical officer at 2022 fifa world cup- Photo-Representative

dharwad doctor will be medical officer at 2022 fifa world cup- Photo-Representative

২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) প্রি কোয়ালিফায়ার (Pre-Qualifier) ম্যাচে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের এক ডাক্তার।

  • Share this:

#বেঙ্গালুরু: কাতারে ৭ অক্টোবর আর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা ২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2022) প্রি কোয়ালিফায়ার (Pre-Qualifier) ম্যাচে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত হয়েছেন ভারতের এক ডাক্তার। এই দু'টি ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার (Medical Officer) হিসাবে নির্বাচিত হয়েছে কর্নাটকের ধারওয়াড়ের ডাক্তার কিরণ কুলকার্নি (Kiran Kulkarni)। ইনিই হলেন ভারতের একমাত্র ডাক্তার যাকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।

কর্নাটকের ধারওয়াড়ের ডাক্তার কিরণ কুলকার্নিকে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েসন (Federation International De Football Association) দ্বারা মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্ত করা হয়েছে। ডাক্তার কিরণ কুলকার্নি ৭ অক্টোবর কাতারের রাজধানী দোহায় ইরাক আর লেবাননের মধ্যে হওয়া ফুটবল ম্যাচ এবং ১২ অক্টোবর তেহরানে ইরান আর দক্ষিণ কোরিয়ার মধ্যে হওয়া এশিয়া ম্যাচের জন্য মেডিক্যাল অফিসার হিসাবে কাজ করবেন। ডাক্তার কিরণ কুলকার্নির কাজ হল চিকিৎসাব্যবস্থার ওপর নজর রাখা এবং খেলোয়াড়, স্টাফ এবং অন্যান্যদের চিকিৎসার স্থিতির পরীক্ষা-নিরীক্ষা করা। ডাক্তার কিরণ কুলকার্নি ডোপিং কন্ট্রোল অফিসার এবং ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসাবেও কাজ করবেন। ডাক্তার কিরণ কুলকার্নি এর আগেও অনেক টুর্নামেন্টে মেডিক্যাল অফিসার রূপে কাজ করেছেন। তাই ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচের জন্য তাঁকে মেডিক্যাল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন - Indian Railways: Job Vacancy: রেলওয়েতে বড়সড় নিয়োগ! ২২০৬ পদে অ্যাপ্রেন্টিস পদের বিজ্ঞপ্তি প্রকাশ!

ডাক্তার কিরণ কুলকার্নি জানিয়েছেন "আমার কাজ হল চিকিৎসাব্যবস্থার ওপর নজর রাখা এবং সঠিক ও নিখুঁতভাবে অ্যান্টি ডোপিং প্রোগ্রাম পরিচালনা করা। এছাড়াও কোভিড প্রটোকলের দিকে নজর দেওয়ার জন্য আমাকে ইনফেকশন কন্ট্রোল অফিসার হিসাবেও কাজ করতে হবে"।

আরও পড়ুন - IPL 2021: Harshal Patel-র সামনে কীর্তির হাতছানি, প্রথম ভারতীয় হিসেবে পারবেন কি?

ডাক্তার কিরণ কুলকার্নি ২১ বছর ধরে স্পোর্টস মেডিসিনের (Sports Medicine) একজন কনসালট্যান্ট (Consultant) হিসাবে কাজ করছেন। তিনি মাইসুরু মেডিক্যাল কলেজ (Mysuru Medical College) থেকে এমবিবিএস (MBBS) এবং সাই-এনআইএস পাটিয়ালা মেডিক্যাল কলেজ (SAI-NIS Patiala Medical College) থেকে স্পোর্টস মেডিসিনে পিজি ডিপ্লোমা (PG Diploma) পাশ করেছেন।

Published by:Debalina Datta
First published:

Tags: Doctor, Fifa world Cup 2022, Football