IPL 2021: Harshal Patel-র সামনে কীর্তির হাতছানি, প্রথম ভারতীয় হিসেবে পারবেন কি?

Last Updated:

IPL 2021: আইপিএল ২০২১ -র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) তারকা বোলার হর্ষল প্যাটেলের (Harshal Patel) সামনে ইতিহাস তৈরির হাতছানি৷

IPL 2021: Harshal Patel has a chance to create history in ipl as Indian bowler- Photo- File
IPL 2021: Harshal Patel has a chance to create history in ipl as Indian bowler- Photo- File
#কলকাতা: আইপিএল ২০২১ -র রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের  (RCB) তারকা বোলার হর্ষল প্যাটেলের (Harshal Patel) সামনে ইতিহাস তৈরির হাতছানি৷ প্যাটেল আইপিএলের ১৪তম মরশুমে একেবারে খতরনাক বোলার প্রমাণিত হয়েছেন৷ তিনি ১৩ ম্যাচে এখনও অবধি ২৯ উইকেট নিয়েছেন৷ আরসিবি-র দল প্লে অফে পৌঁছে গেছে ফলে আরও অন্তত ২ টি ম্যাচ তাঁরা খেলতে পারবে৷ এই অবস্থায় প্যাটেলের (Harshal Patel Record) কাছে আইপিএলের একটি মরশুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার বোলার হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন৷ প্যাটেল চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডয়েন ব্র্যাভো, ও দিল্লি ক্যাপিটাল্সের কাগিসিও রাবাদাকে পিছনে ফেলার মুখে দাঁড়িয়ে রয়েছেন৷
এক মরশুমে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড ব্র্যাভোর নামে
ডয়েন ব্র্যাভো আইপিএল ২০১৩ তে মুম্বই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে ১৮ ম্যাচে ৩২ উইকেট নিয়েছেন৷ মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল চ্যাম্পিয়নও হয়েছিল সেই মরশুমে৷ ২০২০ তে কাগিসিও রাবাদা ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়েছিলেন৷ দিল্লি ক্যাপিটাল্সের ফাইনালে পৌঁছনোতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল৷ আইপিএলে শুধু এই দুই ক্রিকেটারই ৩০ টি করে উইকেট নিয়েছেন৷ আজও আরসিবি  বনাম দিল্লি ক্যাপিটাল্সের লড়াইতে ব্র্যাভো ও রাবাদা-র পর প্যাটেল এই কৃতিত্বের সামনে দাঁড়িয়ে৷
advertisement
advertisement
বুমরাহ -ভুবনেশ্বরকে পেরিয়ে গেছেন প্যাটেল
প্যাটেল আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ভারতীয় বোলার রয়েছেন৷ এর আগে এই রেকর্ড প্রথমে বুমরাহের দখলে ছিল৷ গত মরশুমে ২৭ উইকেট নিয়েছেন৷ সেখানে ভুবনেশ্বর কুমার ২০১৭ সালে মোট ২৬ উইকেট নিয়েছেন৷ প্যাটেল আইপিএল ৬১ ম্যাচে ৭৫ উইকেট নিয়েছেন৷
advertisement
কোহলি দ্বিতীয়বার প্যাটেলের কাছে সুযোগ
প্যাটেল ২০১২ সালে আরসিবি -র পক্ষ থেকে আইপিএলে অভিষেক করেছিলেন৷ তিনি আইপিএলের ২০১৭ সালে দলের সঙ্গে যোগ দেন৷ এই সময়ে আরসিবি -র পক্ষ থেকে ৩৬ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তিনি৷ ২০১৮ সালে প্যাটেল আরসিবি-র জার্সিতে প্রথমবার খেলেন৷ দিল্লিক পক্ষ থেকে তিন মরশুমে তিনি মাত্র ১২ টি ম্যাচ খেলেছিলেন৷ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি তাঁর ওপর ভরসা রাখেন৷ ১৪তম মরশুমে দিল্লির থেকে আরসিবি তাঁকে কিনে নেয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
IPL 2021: Harshal Patel-র সামনে কীর্তির হাতছানি, প্রথম ভারতীয় হিসেবে পারবেন কি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement