ফুল মস্তি ! বান্ধবী জর্জিনাকে নিয়ে এখনও ছুটির মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Last Updated:

এগিয়েন উপসাগরের ৩০ কিলোমিটার ভিতরে প্রায় তুরস্কের সীমানার কাছে রোনাল্ডোর নিজস্ব অঞ্চল ভাড়া নেওয়া আছে। সমুদ্রের প্রায় ২১ কিলোমিটার ব্যাসার্ধের ওই জায়গায় তিনি নিশ্চিন্তে তাঁর ফাইভ স্টার ইয়টে পরিবার নিয়ে ছুটি কাটান

মনে হয় হাজার-এগারোশো ফুট ওপরে আমি দাঁড়িয়ে আছি। চোখের সামনে অনন্ত বিস্তারিত এগিয়েন উপসাগরের নীল জলরাশি যা আমি দেখছি অনেক উপর থেকে। বাঁকা চাঁদের মতো উঁচু দ্বীপ বৃত্তের আকারে ঘুরে গেছে। দ্বীপের পাড়ের তল ধরে সাদা রঙের সব ঘরবাড়ি। মাঝেসাঝে এগিয়েন সাগরের রঙের সঙ্গে রং মিলিয়ে নীল রঙের গম্বুজ। স্যান্টরিনিকে ঘিরে থাকা নেকলেসের মত পাহাড়।
advertisement
ভূতত্ত্ববিজ্ঞানে আগ্নেয়গিরির এই ভাবে নিজের মধ্যে ভেঙে পড়াটা নতুন কিছু নয়। আর ওই ভাঙা ভাঙা নেকলেসের মতো জেগে থাকা পাহাড়ের নীচের অংশটারও ভূতত্ত্ববিজ্ঞানে একটা নাম আছে— সেটা হচ্ছে ‘কালডেরা’।কালডেরা নেকলেসের এক দিকের পাড় সমুদ্রপৃষ্ঠের জলরাশির সঙ্গে সমতল। অন্য দিকটা চড়াই ভাবে উঠে গেছে হাজার ফুটেরও বেশি উঁচুতে। এথেন্স থেকে বিমানে এখানে পৌঁছে পর্যটকদের গাড়ি অথবা ফেমাস গাধায় চড়ে উপরে ওঠা এক অদ্ভুত অভিজ্ঞতা।
advertisement
advertisement
পাহাড়ে চড়তে নির্ঝঞ্ঝাট রোপওয়ে ও আছে। পাহাড়ের গা কেটে কেটে ছোট ছোট হোটেল, যার প্রতিটির রং সাদা। গ্রিসের নিয়ম অনুসারে গাং চিলদের যাতে অসুবিধা না হয় সেই কারণেই কোনও চড়া রং ব্যবহার করা যায় না। পাহাড়ের গায়ের সেই ছোট হোটেলের বারান্দা থেকে নীল উপসাগরের জলে অসংখ্য পাল তোলা ইয়ট, নৌকোর ঝাঁক মাছের মত ভেসে বেড়ায়।
advertisement
পর্যটকদের সমুদ্র ভ্রমনের জন্য নিচের জেটিতে ভিড়, সব মিলিয়ে সান্তোরনি ইউরোপের মানচিত্রে অন্যতম জনপ্রিয় ভ্রমণের জায়গা। এই সমুদ্রের বা এগিয়েন উপসাগরের ৩০ কিলোমিটার ভিতরে প্রায় তুরস্কের সীমানার কাছে রোনাল্ডোর নিজস্ব অঞ্চল ভাড়া নেওয়া আছে। সমুদ্রের প্রায় ২১ কিলোমিটার ব্যাসার্ধের ওই জায়গায় তিনি নিশ্চিন্তে তাঁর ফাইভ স্টার ইয়টে পরিবার নিয়ে ছুটি কাটান। কোস্ট গার্ডরা তাদের নিরাপত্তার বিষয়টি নজর রাখলেও কোনো পাপারাৎজিরা এর নাগাল পায় না। তবে আর বেশিদিন নয়। এরপর ছুটি শেষ করে জুভেন্টাসের জার্সিতে আবার মাঠে নামবেন পর্তুগিজ তারকা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ফুল মস্তি ! বান্ধবী জর্জিনাকে নিয়ে এখনও ছুটির মেজাজে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement