CR7-র নয়া রূপ, নিজের সব হোটেল‘এই’ কাজে দিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Last Updated:

শিরোনামে সিআর সেভেনে

#রোম: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই বর্ণময়তা৷ তা সে মাঠে হক বা মাঠের বাইরে ৷ মাঠে যখন বল পায়ে কামাল দেখান পর্তুগিজ তারকা ঠিক তেমনিই মাঠের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়েও বারবার শিরোনাম ছিনিয়ে নেন তিনি ৷ এবারও এলেন শিরোনামে তবে একেবারে অন্যরূপে ৷
করোনার জেরে আতঙ্ক চরমে ৷ নভেল Covid-19-র দাপট ঠেকাতে মানবিক মুখ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৷ সারা বিশ্বে ত্রাস দেখানো করোনা-র জেরে খেলাধুলোর ইভেন্ট উঠেছে শিকেয় ৷ স্পেনীয় সংবাদপত্রের খবর অনুযায়ি সিআর সেভেনের হোটেলগুলি হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে ৷ বাড়তে থাকা করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা কয়েক লক্ষ ৷ এই অবস্থায় আক্রান্তদের চিকিৎসার জন্য যাতে জায়গা কম না পরে তারই জন্য নিজের হোটেলগুলিকে সাময়িক হাসপাতালে পরিণত করতে চাইছেন তিনি ৷ তাঁর হোটেলে যে চিকিৎসা হবে তা বিনামূল্যে হবে এমনটাও জানিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
রিপোর্ট অনুযায়ি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসকদের ও ট্রিটমেন্টের পুরো খরচ দেবেন৷ এদিকে আবার এই সংবাদ নিয়েও দুরকম মত আছে ৷ পর্তুগিজ এক সাংবাদিক এই খবরের সত্যতা অস্বীকার করেছেন ৷
advertisement
এদিকে আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সোশ্যাল হ্যান্ডেলে করোনা ভাইরাস নিয়ে একটি পোস্ট করেছিলেন ৷ নিজের পোস্টে তিনি লিখেছিলেন , ‘পৃথিবী এখন দারুণ দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আমাদের সকলের থেকে যেখানে সবরকমের কেয়ার ও অ্যাটেনশন দরকার ৷ আজ আমি আপনাদের কাছে একজন ফুটবল প্লেয়ার হিসেবে নয়, একজন সন্তান, একজন  বাবা, একজন মানুষ  হিসেবে ভীষণ চিন্তিত এই সামগ্রিক পরিবেশ নিয়ে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO যা বলছে তা মেনে চলা এবং বিভিন্ন গভর্নিং বডি ঠিক কীভাবে বিষয়টা পরিচালনা করছে দেখা উচিত ৷ মানুষের জীবনকে বাঁচানো আর যেকোনও কিছুর থেকে অনেক ওপরে ৷ যাদের পরিবারের কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা মারা গিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা ৷ ’
advertisement
View this post on Instagram

A post shared by Cristiano Ronaldo (@cristiano) on Mar 13, 2020 at 9:15am PDT

view comments
বাংলা খবর/ খবর/খেলা/
CR7-র নয়া রূপ, নিজের সব হোটেল‘এই’ কাজে দিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement