Copa America Final 2021: দেশের জার্সিতে শাপমুক্তি মেসির, হারের পর কান্নায় ভেঙে পড়লেন নেইমার
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Neymar Cries after lost against Argentina: ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার।
আর্জেন্টিনা- ১ (অ্যাঞ্জেল ডি মারিয়া- ২২’)
ব্রাজিল- ০
রিও ডি জেনেইরো: গতবার চোটের কারণে ব্রাজিলের কোপাজয়ী দলের সদস্য ছিলেন না নেইমার। তাই এবার কোপা জয়ের জন্য বিশেষভাবে উদ্যমী ছিলেন তিনি। কিন্তু মারাকানায় রবিবার ৯০ মিনিট খেলা শেষে এদিন তেমনটা ঘটে নি ৷ হেরেই মাঠ ছাড়তে হল নেইমার এবং তাঁর দলকে ৷ খেলা শেষে কান্নায় ভেঙে পড়েন ব্রাজিলীয় মহাতারকা ৷ মাঠে বসেই দু’হাতে মুখ ঢেকে কাঁদতে দেখা যায় নেইমারকে ৷ এরপর অবশ্য মেসি এসেই সান্ত্বনা দেন নেইমারকে ৷ জড়িয়ে ধরেন বন্ধুকে ৷
advertisement
advertisement
Neymar in tears... 💔 What a run it was for Brazil 👏👏 pic.twitter.com/73ow6UTIhx #ArgentinaVsBrazil #Messi #GOAT #Argentina #CopaAmerica2021 #Neymar
— Nimit Shah (@nimitt_91) July 11, 2021
নেইমার এবং মেসি ৷ দুই দলের দুই তারকার বন্ধুত্ব কারোরই অজানা নয়। এই বন্ধুতই কোপা ফাইনালের লড়াইয়ে আলাদা ঝাঁঝ যোগ করেছিল। দু'জনের বন্ধুত্ব আজও অটুট দাবি করলেও নেইমার জানিয়েছিলেন, আর্জেন্টিনাকেই তিনি ফাইনালে প্রতিপক্ষ হিসেবে চান ৷ এবং মেসিদের হারিয়েই ঘরের মাঠে কাপ জিততে চান তিনি ৷ নেইমারের প্রথম ইচ্ছেটা পূরণ হলেও পরেরটা হয়নি ৷ ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছর পর কোপা জয় আর্জেন্টিনার।
advertisement
Uff that hug between #Neymar and #Messi!! 😭😭😭 pic.twitter.com/dovBqpC7gH
— Sara ✨ (@s_275_) July 11, 2021
অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। রডরিগো ডি পলের বাড়ানো পাস আটকাতে ব্যর্থ হন ব্রাজিলের রেনান লোডি। পা বাড়িয়েছিলেন তিনি, কিন্তু পৌঁছতে পারেননি। সেই বল পেয়ে যান ডি মারিয়া। একাই এগিয়ে যেতে থাকেন বল নিয়ে। গোলের সামনে পৌঁছে ব্রাজিলের গোলরক্ষক এডারসন সান্টা ডি মোরায়েসের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালের ভিতর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 11, 2021 8:13 AM IST