#রিও ডি জেনেইরো: বিশাল মারাকানায় হাজির তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷ অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট৷ কোপা আমেরিকার ফাইনালে (Copa America Final) প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা৷ গোল যাঁর নামেরপাশে তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ দুই দলের দুই মহাতারকা অর্থাৎ লিওনেল মেসি ও নেইমার দুজনেই ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন৷ মেসি ও নেইমার দৌড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে৷
Estas fueron las acciones más destacadas del primer tiempo Esses foram os lances destaques do primeiro tempo 🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/vadkjCNa59 — Copa América (@CopaAmerica) July 11, 2021
ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে জেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷
¡TREMENDA DEFINICIÓN! Ángel Di María recibió el pase de Rodrigo De Paul y la tiró por arriba de Ederson para el 1-0 de @Argentina 🇦🇷 Argentina 🆚 Brasil 🇧🇷#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/OuFUmqipVA — Copa América (@CopaAmerica) July 11, 2021
এদিন প্রথমার্ধের খেলায় ৫৪ শতাংশ বল পজেশান ছিল ব্রাজিলের৷ অন্যদিকে আজুরি বাহিনী ৪৫ শতাংশ বল পজেশন নিয়ে খেলল৷ সেলেকাওবাহিনী ২ টি শট গোলবাউন্ড ছিল, তার একটি অন টার্গেট ছিল৷ অন্যদিকে নীল সাদা বাহিনীর ক্ষেত্রে একটি শট অন টার্গেট আর সেটিই গোল ছিল৷
E o Neymar não desiste!💪#VibraOContinente #CopaAmérica pic.twitter.com/CC0Np1G4PH
— Copa América (@CopaAmerica) July 11, 2021
🇦🇷 Argentina 1 🆚 0 Brasil 🇧🇷 ⏱️ 30’ ⚽ 🇦🇷 Di María (21’)#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/pUKMXmW7Zq — Copa América (@CopaAmerica) July 11, 2021
দুই দলেই বেশ কয়েকটি ফাউল হয়৷ তবে ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Copa America 2021