Copa America: Argentina vs Brazil: ১৯৯৩-র পর লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা, ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

Last Updated:

রাজা ডি মারিয়া, ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারিয়ে দক্ষিণ আমেরিকা সেরা মেসির আর্জেন্টিনা৷

Copa America Final: Argentina vs Brazil - Photo Courtesy- Copa America/ Twitter
Copa America Final: Argentina vs Brazil - Photo Courtesy- Copa America/ Twitter
#রিও ডি জেনেইরো: মেসির শাপমোচন, আর্জেন্টিনার শাপমোচন। ১৯৯৩ সালের প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল (Copa America final) জিতল আর্জেন্টিনা (Argentina) ৷ ২০১৬ তে চিলির কাছে হারের পর সমর্থকদের মনে প্রশ্ন ছিল, মেসির জাতীয় দলের জার্সিতে খেতাব জেতার স্বপ্ন কি তাহলে অপূর্ণ থাকবে? কিন্তু নিয়তি ততটা নিষ্ঠুর হল না। সৌজন্যে ডি মারিয়া৷ ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি৷
advertisement
advertisement
প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে কার্যত লঙ্কার ঝাঁঝ নিয়ে নামে ব্রাজিল৷ একের পর এক দ্রুত উঠে আসা আক্রমণ পড়তে থাকে আর্জেন্তাইন রক্ষণে৷ ম্যাচের ৫২ মিনিটে সাম্বাবাহিনীর রিচার্লিসনের গোল অফসাইডের কারণে বাতিল হয়৷ এরপরেও একের পর এক আক্রমণ আসতেই থাকে৷ নীল -সাদা দুর্গের দায়িত্বে থাকা এমিলিয়ানো মার্তিনেজ একের পর এক গোল বাঁচিয়ে যান৷এমনও সময় আসে যখন লিও মেসিকেও ডিফেন্সে উঠে আসতে হয়েছিল৷ আবার একটা সময় ট্যাকেল করা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনাও ছড়ায়৷
advertisement
বিশাল মারাকানার মাঠে এই ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকতে আজ হাজির ছিলেন তিন হাজার দর্শক, আর বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শক৷ অঙ্ক খুবই কঠিন আর খেলায় দিনের শেষে অঙ্কেরই দাপট টের পাওয়া গেল৷ কোপা আমেরিকার ফাইনালে (Copa America Final) প্রথমার্ধের শেষে ১-০ গোলে এগিয়ে খেলা শেষ করে আর্জেন্টিনা৷ গোল যাঁর নামের পাশে খোদাই করা তিনি অ্যাঞ্জেল ডি মারিয়া৷ দুই দলের দুই মহাতারকা অর্থাৎ লিওনেল মেসি ও নেইমার দুজনেই কিছু ঝলক দেখালেও , বিপক্ষের কোচের স্ট্র্যাটেজির কাছে কার্যত বোতলবন্দি থাকলেন৷ মেসি ও নেইমার দৌঁড়লেই তিনজন করে মার্কিংয়ের চেনা ছকই দেখা গেল প্রথমার্ধে৷
advertisement
ম্যাচের ২২ মিনিটে আর্জেন্টাইন রক্ষণের ভুলের সুযোগ নিয়ে অ্যাঞ্জেল ডি মারিয়া এগিয়ে দেন নীল -সাদা বাহিনীকে৷ রেনান লোডির ভুল আর তারপরে এডারসন নেট খুঁজে পেতে ভুল করেননি অভিজ্ঞ ডি মারিয়া৷ দেখে নিন সেই গোল৷
advertisement
advertisement
এদিন প্রথমার্ধের খেলায় ৫৪ শতাংশ বল পজেশান ছিল ব্রাজিলের৷ অন্যদিকে আজুরি বাহিনী ৪৫ শতাংশ বল পজেশন নিয়ে খেলল৷ সেলেকাওবাহিনী ২ টি শট গোলবাউন্ড ছিল, তার একটি অন টার্গেট ছিল৷ অন্যদিকে নীল সাদা বাহিনীর ক্ষেত্রে একটি শট অন টার্গেট আর সেটিই গোল ছিল৷
advertisement
দুই দলেই বেশ কয়েকটি ফাউল হয়৷ তবে ম্যাচের প্রথমার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷
বাংলা খবর/ খবর/খেলা/
Copa America: Argentina vs Brazil: ১৯৯৩-র পর লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা, ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement