Messi vs Neymar: মেসি না নেইমার? এবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত কে কাকে টেক্কা দিয়েছেন?

Last Updated:

মাঠের বাইরে মেসি এবং নেইমার দারুণ বন্ধু৷ নেইমার এ কথাও স্বীকার করেছেন, জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে তিনি মেসিকেই সমর্থন করেছিলেন (Messi vs Neymar)৷

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বহু প্রতীক্ষিত সেই মহারণ৷ কোপা আমেরিকার শুরুর থেকেই ফুটবল প্রেমীদের মনে সম্ভবত একটাই প্রশ্ন ছিল, ব্রাজিল না আর্জেন্টিনা? কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে নেবে কোন দল? লিওনেল মেসি কি পারবেন বিশ্ব ফুটবলে প্রথমবার কোনও গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তাঁর দেশকে চ্যাম্পিয়ন করতে? নাকি শেষ হাসি হাসবেন তাঁর উল্টোদিকে থাকা আর এক মহাতারকা নেইমার?
আর মাত্র কয়েক ঘণ্টা পরই এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে৷ তার আগে নেইমার- মেসি দ্বৈরথ নিয়ে দু' ভাগ গোটা বিশ্ব৷ মেগা ফাইনালের আগে দেখে নেওয়া যাক, লিওনেল মেসি না নেইমার দ্য সিলভা জুনিয়র- ২০২১ সালের কোপা আমেরিকায় কে বেশি সফল?
এ বারের কোপা আমেরিকার ফাইনালে দক্ষিণ আমেরিকার ফুটবলের এই দুই সেরা শক্তিই যে মুখোমুখি হবে, তা যেন প্রত্যাশিতই ছিল৷ আর এই ফাইনালেরই যেন অপেক্ষা করছিল গোটা ফুটবল বিশ্ব৷ এ বারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৫টিতেই জয়ী হয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা৷ ব্রাজিল যেখানে ১২টি গোল করেছে, সেখানে আর্জেন্টিনা করেছে ১১ গোল৷
advertisement
advertisement
পরিসংখ্যান বলছে, এবারের কোপায় এখনও পর্যন্ত চারটি গোল করেছেন লিওনেল মেসি৷ পাঁচটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ অর্থাৎ টুর্নামেন্টে আর্জেন্টিনা যে এগারোটি গোল করেছে, তার মধ্যে ৯টির ক্ষেত্রেই সরাসরি অবদান রয়েছে বার্সেলোনা অধিনায়কের৷ অন্যদিকে ব্রাজিলের হয়ে এবারের কোপায় দু'টি গোল করেছেন নেইমার৷ তিনটি অ্যাসিস্ট রয়েছে তাঁর৷ পরিসংখ্যান বলছে, ফাইনালের আগে পর্যন্ত নেইমারের থেকে এগিয়ে রয়েছেন মেসি৷ কিন্তু নেইমারের দেশের মাঠে শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসেন, সেটাই এখন দেখার৷ বিশেষজ্ঞরা বলছেন, এবারের কোপা আমেরিকার সব আলো একাই কেড়ে নিয়েছেন লিওনেল মেসি৷ স্বপ্নের ফর্মে রয়েছেন তিনি৷ কিন্তু ১৯৯৩ সালে কোপা আমেরিকা জয়ের পর আরও কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিততে ব্যর্থ আর্জেন্টিনা৷ মেসি নিজেই একটি বিশ্বকাপ ফাইনাল এবং তিনটি কোপা আমেরিকা ফাইনালে দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন৷ এবারে তাই যেন ব্রাজিলের মাটিতেই আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে নিজের সবটুকু উজাড় করে দিচ্ছেন ফুটবলের রাজপুত্র৷
advertisement
স্কুয়াওকা-এর সৌজন্যে পাওয়া পরিসংখ্যান আরও বলছে, এবারের কোপায় ফ্রি কিক থেকে সরাসরি দু'টি গোল করে ফেলেছেন লিওনেল মেসি৷ তাঁর দেওয়ার মোট পাসের ৮০.৭৮ শতাংশই ছিল নির্ভুল৷ কম যান না নেইমারও৷ তাঁর দেওয়া ৮০.১৮ শতাংশ পাসই কোনও না কোনও সতীর্থের পা খুঁজে নিয়েছে৷
মাঠের বাইরে মেসি এবং নেইমার দারুণ বন্ধু৷ নেইমার এ কথাও স্বীকার করেছেন, জার্মানির বিরুদ্ধে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে তিনি মেসিকেই সমর্থন করেছিলেন৷ কিন্তু কোপা ফাইনালে প্রিয় বন্ধুর প্রতি শ্রদ্ধা অটুট থাকলেও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ নেইমার৷ তিনি বলেছেন, 'আমি সবসময়ই বলে এসেছি, যে ফুটবলারদের আমি খেলতে দেখেছি, তাঁদের মধ্যে মেসি শ্রেষ্ঠ৷ ও আমার খুব ভাল বন্ধু৷ কিন্তু এই ফাইনালটা আমি ভীষণ ভাবে জিততে চাই৷ কারণ এটাই হবে আমার প্রথম কোপা আমেরিকা কাপ জয়৷' নেইমারের জন্য মেসির গলাতেও শ্রদ্ধা ঝরে পড়েছে৷ মেসির কথায়, 'নেইমার সহ ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে অত্যন্ত কঠিন৷ আমরা জানি ও একাই কী করার ক্ষমতা রাখে!'
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Messi vs Neymar: মেসি না নেইমার? এবারের কোপা আমেরিকায় এখনও পর্যন্ত কে কাকে টেক্কা দিয়েছেন?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement