ব্রাজিল: ২ ( রবার্তো ফির্মিনো- ৭৮’, ক্যাসেমিরো- ৯০’+ ১০’)
কলম্বিয়া: ১ (লুইস ডায়াজ- ১০’)
রিও ডি জেনেইরো: কোপা আমেরিকায় ব্রাজিলের জয়ের ধারা অব্যাহত ৷ গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যেই শেষ আটে পৌঁছে গিয়েছেন তারা ৷ বুধবার কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচেও ২-১ গোলে জিতল ব্রাজিল ৷ গোল করলেন ফির্মিনো এবং ক্যাসেমিরো ৷
যদিও ম্যাচে ব্রাজিলের একটি গোলকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷ নেইমারের গোলমুখি শট রেফারির পায়ে লেগে চলে আসে পরিবর্ত হিসাবে নামা রেনান লোদির কাছে। তাঁর ক্রস থেকে এরপর হেডে গোল করেন ফার্মিনো। রেফারির পায়ে বল লাগায় কয়েক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল কলম্বিয়া। সেই সুযোগেই গোল করে যায় ব্রাজিল। রেফারির কাছে কলম্বিয়া গোল বাতিলের আবেদন করলেও তাতে কোনও লাভ হয়নি ৷
Vibró Colombia. Vibró la red. ¡Vibró el continente con ese golazo! ⚽😍#VibraElContinente #CopaAmérica pic.twitter.com/q7abknUNCy
— Copa América (@CopaAmerica) June 24, 2021
ম্যাচে অবশ্য এদিন প্রথমে গোল করে কলম্বিয়াই ৷ ১০ মিনিটের মাথায় দলকে গোল করে এগিয়ে দেন লুইস ডায়াজ ৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল কলম্বিয়া ৷ কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষ ভাগে দুটি গোল করে জয় ছিনিয়ে নেয় ব্রাজিল ৷ ৭৮ মিনিটে ফির্মিনোর গোলের পাশাপাশি ম্যাচের ইঞ্জুরি টাইমে ব্রাজিলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ক্যাসেমিরো ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: EURO 2020 Copa 2021