অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে কলকাতায় পৌঁছল চিলি
Last Updated:
#কলকাতা: দুর্গোৎসব শেষ ৷ দিওয়ালি আসতে এখনও বেশ দেরি রয়েছে ৷ কিন্তু উৎসব এখনই শেষ হচ্ছে না ৷ কারণ আর ক’দিনের মধ্যেই শুরু হয়ে যাচ্ছে ফুটবলের উৎসব ৷ প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর বসতে চলেছে এদেশে ৷ ফাইনাল-সহ কলকাতাতে রয়েছে দশ-দশটি ম্যাচ ৷
টুর্নামেন্টকে ঘিরে আগ্রহ স্বভাবতই তুঙ্গে ৷ অনলাইনে দেশের বাকি ভেন্যুগুলির মধ্যে কলকাতার ম্যাচগুলির জন্যই সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে ৷ দশমীর ঠিক পরদিনই আজ রবিবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে শহরে ঢুকে পড়ল চিলির ফুটবলাররাও ৷ বিমানবন্দরে চিলির যুব দলকে দেখতে এদিন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷
এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কলকাতায় এসে পৌঁছয় লাতিন আমেরিকার এই দল ৷ কলকাতা পৌঁছতে প্রায় দেড় দিন লাগল চিলির ফুটবলারদের ৷ আগামী ৮ অক্টোবর যুবভারতীতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে চিলি ৷ কলকাতায় অবশ্য গ্রুপ লিগের দুটি ম্যাচই পড়েছে চিলির ৷ বাকি দুটি ম্যাচ তাঁরা খেলবেন গুয়াহাটিতে ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2017 6:22 PM IST