Home /News /sports /
ফুটবল মাঠেও করোনা ভাইরাস থাবা, তারকা এই ফুটবলার হলেন প্রথম করোনা-র শিকার

ফুটবল মাঠেও করোনা ভাইরাস থাবা, তারকা এই ফুটবলার হলেন প্রথম করোনা-র শিকার

Photo- Representive

Photo- Representive

ইপিএলও কি সাময়িক থমকে থাকবে ...

 • Share this:

  #লন্ডন : চেলসি ফুটবলার ও কোচিং স্টাফদের আইসোলেশন অর্ডার করা হয়েছে ৷ কারণ ইপিএলের প্রথম ফুটবলার হিসেবে ক্যালাম হাডসন ওদোয় করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর সরকারিভাবে জানানো হয়েছে ৷

  এর ফলে সপ্তাহান্তের ইপিএলের ম্যাচ ঘিরে গভীর আশঙ্কার ছায়া দেখা দিয়েছে ৷ ইতিমধ্যেই আর্সেনালের ম্যানেজার মিকল আর্তেতা -ও করোনা পজিটিভ হয়েছেন ৷ ফলে তাঁদের দলও লকডাউনের মধ্যে রয়েছে ৷

  চেলসির পক্ষ থেকে স্টেটমেন্ট জারি করে জানানো হয়েছে , ‘চেলসির পুরুষ দলের ক্যালাম হাডসন ওদোয় করোনা ভাইরাস টেস্টের জন্য গিয়েছিলেন তাঁর রিপোর্ট পজিটিভি পাওয়া গেছে ৷ ’ তারা আরও জানিয়েছে , ‘চেলসি -র দলের যাঁরা তাঁর সঙ্গে টিন বিল্ডিং প্রক্রিয়ায় ছিলেন সরকারি নির্দেশিকার স্বাস্থ্য বার্তা অনুযায়ি তাঁরা আইসোলেশনে থাকবেন ৷ ’

  ‘এটা প্রাথমিকভাবে পুরো ছেলেদের দলের ক্ষেত্রে প্রযোজ্য , এছাড়াও থাকছে কোচিং স্টাফ ও প্রচুর ব্যাকরুম স্টাফ ৷ ’

  আরও পড়ুন - #IPL2020: দিল্লিতে কোনও আইপিএলের ম্যাচ হবে না, শুনে নিন

  আগামী খেলাগুলি নিয়ে চেলসি নিজেদের মধ্যে আলোচনায় বসবে ৷ রবিবার তাদের ম্যাচ অ্যাস্টনভিলার বিরুদ্ধে ৷ শুক্রবার ইপিএল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে চেলসি ৷

  এদিকে আর্সেনালের ক্রীড়াসূচি- বুধবার তাদের ম্যানচেস্টার সিটি-র সঙ্গে খেলা রয়েছে৷ আর শনিবার অ্যাওয়ে ম্যাচ রয়েছে ব্রিংটনের বিরুদ্ধে ৷ তবে করোনা ভাইরাসের জেরে এই দুটি ম্যাচ ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে ৷

  সোমবার রাত থেকে হাডসনের সর্দি-কাশির উপসর্গ দেখা গেছে ৷ যদিও তারপর তিনি আর ক্লাবে আসেননি ৷ বৃহস্পতিবার রাতেই তিনি করোনাভাইরাস আক্রান্ত বলে জানা যায় ৷

  তবে পজিটিভি এলেও ১৯ বছরের তরুণ এই ফুটবলার এখন অনেকটা ভালো আছেন ৷ আর সুস্থ হয়ে দ্রুত মাঠে ফেরার বিষয়ে আশাবাদী তিনি ৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Corona Virus, Coronavirus, EPL. করোনা ভাইরাস, Football

  পরবর্তী খবর