#IPL2020: দিল্লিতে কোনও আইপিএলের ম্যাচ হবে না, শুনে নিন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতেই এই ব্যবস্থা এমনটাই জানিয়েছে দিল্লি ৷
#মুম্বই: করোনার মোকাবিলায় জোর তৎপর দিল্লি ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, সমস্ত সেমিনার, কনফারেন্স, খেলাধুলো এমনকি আইপিএলও বন্ধ রাখা হচ্ছে ৷ নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতেই এই ব্যবস্থা এমনটাই জানিয়েছে দিল্লি ৷
শুক্রবার দিল্লির উপমুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ আগামী একমাস কোনও আইপিএল ম্যাচ হবে না বলে জানিয়ে দিয়েছে ৷
এদিকে ভাইরাসের ভয়ে এবছর টুর্নামেন্ট না করার পরামর্শ বিদেশমন্ত্রকের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলা হয়েছে BCCI-কেই। শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকেই নির্ধারিত হবে ক্রিকেট লিগের ভাগ্য।
advertisement
এবার কি চেন্নাইয়ের হয়ে ব্যাট হাতে দেখা যাবে ধোনিকে? ওয়াংখেড়েতে ঝড় তুলবেন হিট-ম্যান রোহিত? বেঙ্গালুরুর কাপ-কাঁটা ঘোচাতে পারবেন কাপ্তান কোহলি? সবকিছুর সামনেই এখন বড় প্রশ্নচিহ্ন। সৌজন্যে নোভেল করোনাভাইরাস। করোনা আতঙ্কে এবছর BCCI-কে আইপিএল না করার পরামর্শ দিয়েছে বিদেশমন্ত্রক। শনিবার IPL গভর্নিং কাউন্সিলের বৈঠকে ক্রিকেট লিগের ভাগ্য নির্ধারিত হবে।
advertisement

বিদেশমন্ত্রকের পরামর্শেই মোদি সরকারের বার্তা দেখতে পাচ্ছে BCCI-এর কর্তাদের একাংশ। ক্রীড়ামন্ত্রকও নির্দেশে দিয়েছে যে, এই মুহূর্তে খেলাধুলোর কোনও ইভেন্টে বেশি দর্শকের উপস্থিতি কাম্য নয়। এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার গর্ভনিং কাউন্সিলের বৈঠকে টুর্নামেন্টের পক্ষে সিদ্ধান্ত হলেও সমস্যা অনেক।
advertisement
- শেষ পর্যন্ত IPL হলেও, কার্যত দর্শকশূন্য মাঠে টুর্নামেন্ট করতে হবে
- সেক্ষেত্রে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে
- ১৫ এপ্রিল পর্যন্ত বিদেশিদের ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার
- ফলে প্রথম পর্যায়ে বিদেশিদের ছাড়াই নামতে হবে টিমগুলিকে
এত বাধা পেরিয়ে এবছর কি আইপিএলের বল গড়াবে? করোনা আতঙ্কে চূড়ান্ত অনিশ্চিত বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2020 1:21 PM IST