নয়া লুকে রাশিয়া মাত করতে চললেন ব্রাজিলীয় ফুটবলাররা

Last Updated:

লিভারপুলে অনুশীলনের ফাঁকে নিজেদের ফ্যাশন ঝালিয়ে নিলেন ব্রাজিলীয়রাও।

#লিভারপুল: চুল দিয়ে যাবে চেনা। মাঠে নামার আগে তাই ‘কুল’ লুকে ইংলিশ ফুটবলাররা। এদিকে লিভারপুলে অনুশীলনের ফাঁকে নিজেদের ফ্যাশন ঝালিয়ে নিলেন ব্রাজিলীয়রাও।
হাতে রয়েছে আর কয়েকদিন। সারাদিন ব্যস্ত হাড়ভাঙা অনুশীলনে। চুলটাও তো দেখতে হবে। রাশিয়া যাওয়ার আগে ফ্যাশনটাও ঝালিয়ে নিল পুরনো ইংল্যান্ডের নতুন তরুণ দল। ইংলিশ ফুটবল দলের অন্যতম হেয়ার ডিজাইনার জাস্টিন কারের সালোনে হাজির বিশ্বকাপের ফুটবলাররা।
advertisement
advertisement
মাথা ঠান্ডা রাখলেই গোল আসবে। না এটা গ্যারেথ সাউথগেটের বাণী নয়। এই পরামর্শ জাস্টিন কারের। তাই স্টারলিং, ভার্ডিদের মাথায় এমন ছাঁট দিয়েছে, যা কুল রাখতে সাহায্য করবে ইংলিশ ফুটবলারদের।
দেশে নেই তো কী হয়েছে ? ইংল্যান্ডের লিভারপুলেই আমেজ করে চুল ছেঁটে নিলেন ব্রাজিলের বেশ কয়েকজন ফুটবলার। ছিলেন সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া ফ্রেডও।
advertisement
রাশিয়ায় এমনিতেই ঠান্ডা। ফুটবলারদের তার উপর ‘কুল লুক’। এরপরেও এই বিশ্বকাপ কতটা ‘কুল’ থাকবে, তা দেখার অপেক্ষায় এখন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কেমন চুলের ছাঁট দিলেন ব্রাজিলীয় ফুটবলাররা, দেখে নিন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
নয়া লুকে রাশিয়া মাত করতে চললেন ব্রাজিলীয় ফুটবলাররা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement