Brazil vs Peru: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত, পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল

Last Updated:

Brazil beats Peru 1-0 : পাকুয়েতার গোলে জয় ব্রাজিলের ৷

Photo Source: Twitter
Photo Source: Twitter
ব্রাজিল- ১ (লুকাস পাকুয়েতা-৩৫’)
পেরু- ০
রিও ডি জেনেইরো: ব্রাজিলকে আটকানো যাচ্ছে না ৷ কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত ৷ সোমবার পেরুকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে প্রবেশ করল সেলেকাওরা ৷ এই নিয়ে ২১ বার কোপার ফাইনালে উঠল ব্রাজিল। এর আগে ২০ বার ফাইনাল খেলে ৯ বার এই টুর্নামেন্ট জিতেছে তারা।
advertisement
advertisement
এদিন শুরুর থেকেই আক্রমণে ঝড় তুলেছিল ব্রাজিল ৷ যদিও ম্যাচে গোল হল মাত্র একটিই ৷ প্রথমার্ধের ৩৫ মিনিটেই লুকাস পাকুয়েতার গোলে এগিয়ে যায় সেলেকাওরা ৷ দ্বিতীয়ার্ধে আরও বেশ কয়েকটি গোলের সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ নেইমাররা ৷ অন্যদিকে গোলশোধও করতে পারেনি পেরু ৷ ২০১৯ সালে এই পেরুকেই ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল ৷ এবার তাদের হারিয়ে ফাইনালে উঠল তারা ৷
advertisement
নেইমারের পাস থেকেই এদিন গোল করেন পাকুয়েতা ৷ বক্সে নেইমারকে পেরুর তিন ডিফেন্ডার ঘিরে ফেলেছিলেন ৷ সেই সময় নিজে শট না নিয়ে পাকুয়েতাকে বল বাড়ান নেইমার ৷ সেখান থেকে গোল করতে কোনও ভুল করেননি পাকুয়েতা ৷  প্রথমার্ধে অন্তত ২ গোল করার সুযোগ ছিল ব্রাজিলের ৷ কিন্তু নিজেদের ভুলেই সেটা করে উঠতে পারেননি নেইমাররা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Brazil vs Peru: কোপায় সাম্বা ম্যাজিক অব্যাহত, পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ব্রাজিল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement