প্রাক বিশ্বকাপের শেষ ম্যাচেও সাম্বা ম্যাজিক, হেরে বিদায় চিলির
Last Updated:
১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রাশিয়া যাচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
#রিও দি জেনেইরো: গটআপের গন্ধ উড়িয়ে চিলিকে হারিয়ে দিল ব্রাজিল। ঘরের মাঠে নেইমাররা জিতলেন ৩-০ গোলে।
এই ম্যাচ নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। এমনকী, আর্জেন্টিনাকে রুখতে চিলিকে পয়েন্ট ছাড়া হতে পারে বলেও অনেকে অভিযোগ করেছিলেন। নিন্দুকদের আশায় জল ঢেলে চিলিকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন পাওলিনহো, গ্যাব্রিয়েল জেসাসরা। জোড়া গোল করলেন জেসাস। শেষপর্যন্ত ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে রাশিয়া যাচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চিলি বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও লাতিন আমেরিকার আরেক দেশ পেরুর কাছে রাশিয়া যাওয়ার আরও একটা সুযোগ থাকছে ৷ গ্রুপে পঞ্চম হওয়ায় এবার তারা প্লে অফ খেলবে ওশেনিয়া গ্রুপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের সঙ্গে ৷
advertisement
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 11, 2017 1:11 PM IST