বিশ্বকাপের হাওয়ায় জমে উঠেছে স্পোর্টস ব্র্যান্ডদের বাজার দখলের জমজমাট লড়াই

Last Updated:

বিশ্বকাপের আর দু সপ্তাহও বাকি নেই ৷ ৩২ টি দেশ বিশ্বকাপের মঞ্চে নেমে শ্রেষ্ঠত্বের মুকুটের দৌড়ের জন্য তৈরি ৷ এই অবস্থায় মাঠের বাইরে ব্র্যান্ডের টক্করও চলেছে সমানে সমানে ৷

#মস্কো : বিশ্বকাপের আর দু সপ্তাহও বাকি নেই ৷ ৩২ টি দেশ বিশ্বকাপের মঞ্চে নেমে শ্রেষ্ঠত্বের মুকুটের দৌড়ের জন্য তৈরি ৷ এই অবস্থায় মাঠের বাইরে ব্র্যান্ডের টক্করও চলেছে সমানে সমানে ৷
আন্তর্জাতির স্পোর্টস ব্র্যান্ডদের এটাই মঞ্চ সারা পৃথিবীর কাজে নিজেদের বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার ৷ অ্যাডিডাস,নাইকি আর পুমা-র বাজার দখলের টক্কর তো সকলেরই জানা ৷ এই অবস্থায় নাইকিকে পিছনে ফেলে দিয়ে রাশিয়া বিশ্বকাপে এক নম্বর কিট স্পনসর হয়েছে অ্যাডিডাস ৷
এদিকে রাশিয়ার অর্থনীতি এখন খুব একটা ভালো জায়গায় নেই ৷ ৪ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে যেটা ছিল বেশ চাঙ্গা সেটার তুলনায় এবারের বাজারের খেলাটা কম কার্যকর হবে ৷ তবে সেটা নিয়ে চিন্তা করলেও অ্যাডিডাসের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ কাসপের ররস্টেড জানিয়েছেন, ‘‘ আমরা এটার দিকে চেয়ে আছি , সারা পৃথিবীতে আমাদের ব্র্যান্ডকে জনপ্রিয় করতে এই মঞ্চটা খুব গুরুত্বপূর্ণ ৷ ’’
advertisement
advertisement
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর সারা পৃথিবী জুড়ে অ্যাডিডাস বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে ৷ আর সেটাই এবারের বিশ্বকাপেও দেখা গেছে ৷ ৩২ টি দেশের মধ্যে ১২ টি দেশ অ্যাডিডাসের জার্সি পড়বে ৷
যদিও ব্রাজিল বিশ্বকাপে নাইকি, অ্যাডিডাসকে টেক্কা দিয়েছিল ৷ ১০ টি দেশ এবার নাইকির জার্সিতে খেলবে ৷
advertisement
News 18 Bangla Creative
তালিকার তিন নম্বরে রয়েছে পুমা ৷ তার তালিকায় রয়েছে ৩ টি দেশ ৷
অ্যাডিডাসের তালিকায় যে সবচেয়ে বেশি দেশ রয়েছে তাই নয়, তাদের দখলে রয়েছে হেভিওয়েট দেশও ৷ তারা হল আর্জেন্টিনা, বেলজিয়াম, কলম্বিয়া, মিশর , জার্মানি, ইরান, জাপান , মেক্সিকো, মরক্কো, রাশিয়া, স্পেন, সুইডেন ৷
advertisement
নাইকির দখলে যে দশটি দেশ রয়েছে তারা হল অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড. ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ৷
পুমা- র দখলের তিনটি দেশ সুইৎজারল্যান্ড, উরুগুয়ে, সেনেগাল ৷
এছাড়াও নিউ ব্যালান্স , আমব্রো, এরা, হুমেল ও উলসস্পোর্ট ৷ এই ব্র্যান্ড গুলির অধীনে থাকা দেশগুলি হল কোস্টারিকা, পানামা, পেরু, সার্বিয়া, আইসল্যান্ড, ডেনমার্ক , টিউনিয়শিয়া ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপের হাওয়ায় জমে উঠেছে স্পোর্টস ব্র্যান্ডদের বাজার দখলের জমজমাট লড়াই
Next Article
advertisement
SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দিতে কোন নথি লাগবে? সব জানাল কমিশন
  • এনুমারেশন ফর্ম নিয়ে গাইডলাইন কমিশনের৷

  • প্রত্যেক ভোটারকে দুটি করে ফর্ম৷

  • ফর্মে কী কী তথ্য দিতে হবে, জানাল কমিশন৷

VIEW MORE
advertisement
advertisement