বিশ্বকাপের হাওয়ায় জমে উঠেছে স্পোর্টস ব্র্যান্ডদের বাজার দখলের জমজমাট লড়াই
Last Updated:
বিশ্বকাপের আর দু সপ্তাহও বাকি নেই ৷ ৩২ টি দেশ বিশ্বকাপের মঞ্চে নেমে শ্রেষ্ঠত্বের মুকুটের দৌড়ের জন্য তৈরি ৷ এই অবস্থায় মাঠের বাইরে ব্র্যান্ডের টক্করও চলেছে সমানে সমানে ৷
#মস্কো : বিশ্বকাপের আর দু সপ্তাহও বাকি নেই ৷ ৩২ টি দেশ বিশ্বকাপের মঞ্চে নেমে শ্রেষ্ঠত্বের মুকুটের দৌড়ের জন্য তৈরি ৷ এই অবস্থায় মাঠের বাইরে ব্র্যান্ডের টক্করও চলেছে সমানে সমানে ৷
আন্তর্জাতির স্পোর্টস ব্র্যান্ডদের এটাই মঞ্চ সারা পৃথিবীর কাজে নিজেদের বিজ্ঞাপন পৌঁছে দেওয়ার ৷ অ্যাডিডাস,নাইকি আর পুমা-র বাজার দখলের টক্কর তো সকলেরই জানা ৷ এই অবস্থায় নাইকিকে পিছনে ফেলে দিয়ে রাশিয়া বিশ্বকাপে এক নম্বর কিট স্পনসর হয়েছে অ্যাডিডাস ৷
এদিকে রাশিয়ার অর্থনীতি এখন খুব একটা ভালো জায়গায় নেই ৷ ৪ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে যেটা ছিল বেশ চাঙ্গা সেটার তুলনায় এবারের বাজারের খেলাটা কম কার্যকর হবে ৷ তবে সেটা নিয়ে চিন্তা করলেও অ্যাডিডাসের পক্ষ থেকে চিফ এক্সিকিউটিভ কাসপের ররস্টেড জানিয়েছেন, ‘‘ আমরা এটার দিকে চেয়ে আছি , সারা পৃথিবীতে আমাদের ব্র্যান্ডকে জনপ্রিয় করতে এই মঞ্চটা খুব গুরুত্বপূর্ণ ৷ ’’
advertisement
advertisement
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের পর সারা পৃথিবী জুড়ে অ্যাডিডাস বিশাল আকারে বৃদ্ধি পেয়েছে ৷ আর সেটাই এবারের বিশ্বকাপেও দেখা গেছে ৷ ৩২ টি দেশের মধ্যে ১২ টি দেশ অ্যাডিডাসের জার্সি পড়বে ৷
যদিও ব্রাজিল বিশ্বকাপে নাইকি, অ্যাডিডাসকে টেক্কা দিয়েছিল ৷ ১০ টি দেশ এবার নাইকির জার্সিতে খেলবে ৷
advertisement
তালিকার তিন নম্বরে রয়েছে পুমা ৷ তার তালিকায় রয়েছে ৩ টি দেশ ৷
অ্যাডিডাসের তালিকায় যে সবচেয়ে বেশি দেশ রয়েছে তাই নয়, তাদের দখলে রয়েছে হেভিওয়েট দেশও ৷ তারা হল আর্জেন্টিনা, বেলজিয়াম, কলম্বিয়া, মিশর , জার্মানি, ইরান, জাপান , মেক্সিকো, মরক্কো, রাশিয়া, স্পেন, সুইডেন ৷
advertisement
নাইকির দখলে যে দশটি দেশ রয়েছে তারা হল অস্ট্রেলিয়া, ব্রাজিল, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড. ফ্রান্স, নাইজেরিয়া, পোল্যান্ড, পর্তুগাল, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ৷
পুমা- র দখলের তিনটি দেশ সুইৎজারল্যান্ড, উরুগুয়ে, সেনেগাল ৷
এছাড়াও নিউ ব্যালান্স , আমব্রো, এরা, হুমেল ও উলসস্পোর্ট ৷ এই ব্র্যান্ড গুলির অধীনে থাকা দেশগুলি হল কোস্টারিকা, পানামা, পেরু, সার্বিয়া, আইসল্যান্ড, ডেনমার্ক , টিউনিয়শিয়া ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 01, 2018 3:55 PM IST