‘এক নম্বর’ জার্মানি কোন বিভাগে পড়ল,প্রতিপক্ষ কারা জেনে নিন
Last Updated:
#মিউনিখ: ফুটবল বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে ৷ সমস্ত দল শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ৷ গ্রুপ পর্বে জার্মানি রয়েছে এফ বিভাগে ৷
এবার খেতাব রক্ষার লড়াইতে নামবে জার্মানি ৷ ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল যে গ্রুপে তাতে একটি লাতিন আমেরিকার দল রয়েছেন, রয়েছে ইউরোপিয় দল, এবং এশীয় দল ৷
advertisement
advertisement
লাতিন আমেরিকা থেকে মেক্সিকো , ইউরোপ থেকে সুইডেন এবং এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া রয়েছে জার্মানির বিরুদ্ধে লড়াই করার জন্য ৷
এবারের বিশ্বকাপে ১৭ জুন প্রথম ম্যাচ খেলবে জার্মানি ৷ তাদের প্রতিপক্ষ মেক্সিকো ৷ জার্মানির পরের ম্যাচ ২৩ তারিখ ৷ দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইডেন ৷ গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচ দক্ষিণ কোরিয়া ৷
advertisement
ফিফা ক্রমতালিকার এক নম্বরে থাকা জার্মানি এই সব প্রতিপক্ষের থেকে ধারেভারে অনেকটাই এগিয়ে ৷ তবে ম্যাচে যারা পারফর্ম করবে তারা যে আপসেট ঘটাতে পারে সেটা সকলেরই জানা ৷
Location :
First Published :
May 31, 2018 7:26 PM IST