খেতাব রক্ষার লড়াইতে রাশিয়া পাড়ি জার্মানির, চিনে নিন গেমচেঞ্জারদের

Last Updated:

ফুটবল বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক সফল দল জার্মানি ৷ জিতেছে চারটি বিশ্বকাপ ৷

#মিউনিখ: ফুটবল বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক সফল দল জার্মানি ৷ জিতেছে চারটি বিশ্বকাপ ৷ ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছে জার্মানি ৷ শুধু বিশ্বকাপই নয়, ৩ বার জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১ টি কনফেডারেশন কাপ ৷
শুধু চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকেই নয় বিশ্বকাপে ৪ বার রানার্স হয়েছে তারা, ৩ বার রানার্স হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৷ এছাড়াও বিশ্বকাপে ৪ বার তৃতীয় স্থানাধিকারী হয়েছে ৷ সেমিফাইনাল খেলেছে মোট ১৩ বার ৷
wc_G_1
advertisement
News 18 Creative News 18 Creative
advertisement
জার্মানির কোচ জোয়াকিম লো দীর্ঘদিন দলটির সঙ্গে যুক্ত রয়েছেন ৷ ২০০৬ সাল থেকে ধীরে ধীরে দলটিকে গড়ে তুলেছেন তিনি ৷ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা ৷ আর ফাইনালে হারিয়েছিল মেসি-র আর্জেন্টিনাকে ৷ হয়েছিল ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ৷
advertisement
এবার বিশ্বকাপে তরুণ ও ট্যালেন্টেড দল নিয়েই রুশ অভিযানে যাচ্ছেন জোয়াকিম লো ৷ এবারের বিশ্বকাপে যে জার্মান ফুটবলারদের দিকে নজর না রাখলেই নয় তাদের মধ্যে অন্যতম জোসুয়া কিমিচ ৷ রাইট ব্যাক পজিশনে খেলেন এই তরুণ ৷ অ্যাটাকিং ও ডিফেন্সিভ দুই ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ্য তিনি ৷ রাইট উইং দিয়ে দ্রুত উঠে এসে গোলের যোগ্য বল পৌঁছে দিতে তিনি সিদ্ধহস্ত ৷
advertisement
কিমিচ
টনি ক্রুস কে যদি নজরে না রেখেছেন তো ভুল করেছেন ৷ পাসিং যেমন নিখুঁত তেমনি গোলের সামনেও সাবলীল তিনি ৷ ডায়নামিক ও কর্মঠ দুটি গুণই তাঁর রয়েছে ৷ জার্মানি মিডফিল্ড জেনারেলের তকমা তাঁকে দেওয়া যেতেই পারে ৷
ক্রুস
advertisement
অভিজ্ঞ টমাস মুলারের আক্রমণের ক্ষমতা অসামাণ্য ৷ বিপক্ষের রক্ষণ বল কেড়ে তাঁর দৌড় তাঁর সবচেয়ে বড় শক্তি ৷ গোলের সামনে নিখুঁত লক্ষ্যভেদের গুণ তো আছেই ৷ যেমন তাঁর অভিজ্ঞতা, গতি, পদ্ধতি, ওয়াকিবহাল থাকা, ট্যাকটিকাল ইনটিলিজেন্স, ও পজিশানিং ৷ গত বিশ্বকাপে ৫ গোল করেছিলেন তিনি ৷ তাঁর এই পারফরম্যান্সও দলকে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে দিয়েছিল ৷
advertisement
মুলার
স্টেগান
মার্ক আন্দ্রে টের স্টেগেন দায়িত্ব সামলাবেন গোলদুর্গের ৷ তাই তিনিও একজন জার্মান কি-প্লেয়ার ৷ কুইক রিফ্লেক্স , অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার অধিকারী এই জার্মান গোলরক্ষক ৷ এই গোলরক্ষকই খেতাব রক্ষার জার্মানির লড়াইতে কি ফ্যাক্টর হতে পারেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
খেতাব রক্ষার লড়াইতে রাশিয়া পাড়ি জার্মানির, চিনে নিন গেমচেঞ্জারদের
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement