খেতাব রক্ষার লড়াইতে রাশিয়া পাড়ি জার্মানির, চিনে নিন গেমচেঞ্জারদের

Last Updated:

ফুটবল বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক সফল দল জার্মানি ৷ জিতেছে চারটি বিশ্বকাপ ৷

#মিউনিখ: ফুটবল বিশ্বকাপের অন্যতম ধারাবাহিক সফল দল জার্মানি ৷ জিতেছে চারটি বিশ্বকাপ ৷ ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪ সালে বিশ্বকাপ জিতেছে জার্মানি ৷ শুধু বিশ্বকাপই নয়, ৩ বার জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১ টি কনফেডারেশন কাপ ৷
শুধু চ্যাম্পিয়ন হওয়ার দিক থেকেই নয় বিশ্বকাপে ৪ বার রানার্স হয়েছে তারা, ৩ বার রানার্স হয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ৷ এছাড়াও বিশ্বকাপে ৪ বার তৃতীয় স্থানাধিকারী হয়েছে ৷ সেমিফাইনাল খেলেছে মোট ১৩ বার ৷
wc_G_1
advertisement
News 18 Creative News 18 Creative
advertisement
জার্মানির কোচ জোয়াকিম লো দীর্ঘদিন দলটির সঙ্গে যুক্ত রয়েছেন ৷ ২০০৬ সাল থেকে ধীরে ধীরে দলটিকে গড়ে তুলেছেন তিনি ৷ ২০১৪ বিশ্বকাপে সেমিফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছিল তারা ৷ আর ফাইনালে হারিয়েছিল মেসি-র আর্জেন্টিনাকে ৷ হয়েছিল ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ৷
advertisement
এবার বিশ্বকাপে তরুণ ও ট্যালেন্টেড দল নিয়েই রুশ অভিযানে যাচ্ছেন জোয়াকিম লো ৷ এবারের বিশ্বকাপে যে জার্মান ফুটবলারদের দিকে নজর না রাখলেই নয় তাদের মধ্যে অন্যতম জোসুয়া কিমিচ ৷ রাইট ব্যাক পজিশনে খেলেন এই তরুণ ৷ অ্যাটাকিং ও ডিফেন্সিভ দুই ভূমিকাতেই সমান স্বচ্ছন্দ্য তিনি ৷ রাইট উইং দিয়ে দ্রুত উঠে এসে গোলের যোগ্য বল পৌঁছে দিতে তিনি সিদ্ধহস্ত ৷
advertisement
কিমিচ
টনি ক্রুস কে যদি নজরে না রেখেছেন তো ভুল করেছেন ৷ পাসিং যেমন নিখুঁত তেমনি গোলের সামনেও সাবলীল তিনি ৷ ডায়নামিক ও কর্মঠ দুটি গুণই তাঁর রয়েছে ৷ জার্মানি মিডফিল্ড জেনারেলের তকমা তাঁকে দেওয়া যেতেই পারে ৷
ক্রুস
advertisement
অভিজ্ঞ টমাস মুলারের আক্রমণের ক্ষমতা অসামাণ্য ৷ বিপক্ষের রক্ষণ বল কেড়ে তাঁর দৌড় তাঁর সবচেয়ে বড় শক্তি ৷ গোলের সামনে নিখুঁত লক্ষ্যভেদের গুণ তো আছেই ৷ যেমন তাঁর অভিজ্ঞতা, গতি, পদ্ধতি, ওয়াকিবহাল থাকা, ট্যাকটিকাল ইনটিলিজেন্স, ও পজিশানিং ৷ গত বিশ্বকাপে ৫ গোল করেছিলেন তিনি ৷ তাঁর এই পারফরম্যান্সও দলকে বিশ্বকাপের কাছাকাছি পৌঁছে দিয়েছিল ৷
advertisement
মুলার
স্টেগান
মার্ক আন্দ্রে টের স্টেগেন দায়িত্ব সামলাবেন গোলদুর্গের ৷ তাই তিনিও একজন জার্মান কি-প্লেয়ার ৷ কুইক রিফ্লেক্স , অসাধারণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার অধিকারী এই জার্মান গোলরক্ষক ৷ এই গোলরক্ষকই খেতাব রক্ষার জার্মানির লড়াইতে কি ফ্যাক্টর হতে পারেন ৷
বাংলা খবর/ খবর/খেলা/
খেতাব রক্ষার লড়াইতে রাশিয়া পাড়ি জার্মানির, চিনে নিন গেমচেঞ্জারদের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement