‘জ্যাবাভিকা’কে চিনে নিন, এবারের বিশ্বকাপ মাতাবে এই নেকড়েই, দেখে নিন ভিডিও

Last Updated:

এবারের বিশ্বকাপের ৩২ টি দল খেলছে ৷ কে কবে খেলছে, কখন খেলছে এসব নিয়ে তো অনেক চর্চা সেরেছেন, কিন্তু এবারের ম্যাসকট সম্পর্কে দু-চার কথা জানেন কি ৷

#মস্কো:এবারের বিশ্বকাপের ৩২ টি দল খেলছে ৷ কে কবে খেলছে, কখন খেলছে এসব নিয়ে তো অনেক চর্চা সেরেছেন, কিন্তু এবারের ম্যাসকট সম্পর্কে দু-চার কথা জানেন কি ৷
এবারের ম্যাসকটের নাম জ্যাবিভাকা ৷ সে আসলে একটি নেকড়ে ৷ ব্রাজিল বিশ্বকাপের আর্মাডিলো ফুলেকোর পর এবার ম্যাসকটের ব্যাটন তার হাতে৷
Photo Courtesy -FIFA TV Photo Courtesy -FIFA TV
advertisement
advertisement
রাশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‘ সরকারি এই ম্যাসকট বড় ভূমিকা নেবে এবারের ২০১৮ ফিফা বিশ্বকাপে ৷ এই ইভেন্ট প্রমোট করা ছাড়াও গোটা বিশ্বের দরবারে রাশিয়ার অ্যাম্বাসডর হিসেবে কাজ করবে ৷’’
কেন সকলকে টেক্কা দিয়ে জ্যাবিভাকাই হয়ে গেল ম্যাসকট তার পিছনেও আছে যুক্তি ৷ এই চরিত্রটার বৈশিষ্ট্য ও চার্মিং, আত্মবিশ্বাসী এবং ও সবসময় একজন ফুটবল স্টার হতে চেয়েছে ৷ ও ফ্যাশন সচেতন , স্পোর্টস গ্লাস পড়ে৷
advertisement
একজন ডিজাইনার স্টুডেন্ট একতারিনা বোচারোভা –র তৈরি করা ম্যাসকটই ইন্টারনেট ভোটিংয়ের মাধ্যমে অফিসিয়ালের তকমা পায় ৷ ২০১৬ সালে এই ভোটিং হয়েছিল ৷ ফাইনাল ল্যাপে একটি বাঘ ও বিড়ালকে হারিয়ে বাজি জিতে নেয় নেকড়ে ৷
advertisement
এই ভোটে ১০ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন ৷ তবে এই নেকড়েকে নিয়েও বিতর্ক তৈরি করেছেন কিছু মানুষ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘জ্যাবাভিকা’কে চিনে নিন, এবারের বিশ্বকাপ মাতাবে এই নেকড়েই, দেখে নিন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement