#কলকাতা: বিদেশি কোচ মাত্রই এমনটাই হন? কিবু ভিকুনা অবশ্য কিছুটা ব্যতিক্রম ছিলেন। কিন্তু হালফিলের আলেজান্দ্রো থেকে অ্যান্তোনিও লোপেজ হাবাস। কলকাতা লিগ নিয়ে ভাবনাচিন্তাটা যেন এক সুরে বাঁধা। স্রেফ পরীক্ষা-নিরীক্ষা আর নিজস্ব গোয়ার্তুমির কারণে গত মরশুমে কলকাতা লিগ হাতছাড়া করেছিলেন ইস্টবেঙ্গলের আলে স্যার। মোহনবাগান-এটিকে সংযুক্তিকরণের পর কলকাতা লিগ নিয়ে তাদের কোচ অ্যান্তোনিও হাবাসের ভাবনাও একই রকম। কোনভাবেই কলকাতা লিগে সেরা দল নামাতে রাজি নন হাবাস। ইস্টবেঙ্গল, মহমেডানের মত প্রেস্টিজ ম্যাচ ছাড়া লিগের বাকি ম্যাচে সিনিয়র, জুনিয়র ফুটবলার মিলিয়ে ভারসাম্যের দল নামানোর ইঙ্গিত দিয়েছেন দু'বারের আইএসএল বিজয়ী কোচ।
অন্যদিকে হাবাস কর্তাদের কাছে প্রস্তাব রেখেছেন, ঘরোয়া লিগের ম্যাচগুলি নৈশালোকে খেলতে চান। কিন্তু, ঘরোয়া লিগ কোন মাঠে খেলবেন, সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি নতুন ক্লাবের কর্তারা। তবে যে মাঠই চূড়ান্ত হোক না কেন, ঘরোয়া লিগ ফ্লাডলাইটে খেলবে এটিকে-মোহনবাগান।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATK, MohunBagan