রবিবার রিং-এ মহা লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব !

Last Updated:

ভারতে এই লড়াই টিভিতে না দেখা গেলেও একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে ৷

#লাস ভেগাস:  রবিবার ‘শো ডাউন’ ৷ মহা লড়াই ৷ যা বছরে একবার বা অনেক বছর পরপরই হয় ৷ রিং-এ মুখোমুখি ফ্লয়েড মেওয়েদার এবং কোনর ম্যাকগ্রেগর ৷ একজন মহাতারকা বক্সার এবং অন্যজন ‘মিক্সড মার্শাল আর্টস’ তারকা ৷ এমন লড়াই দেখার অপেক্ষায় শুধু লাস ভেগাসই নয়, গোটা বিশ্বের মানুষই রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা থেকে টিভি বা ইন্টারনেট খুলে বসে পড়বে শুধুমাত্র এই লড়াই দেখতে ৷
মেওয়েদার-ম্যাকগ্রেগর লড়াই দেখার জন্য ইতিমধ্যেই দারুণ উত্তেজনা তৈরি হয়েছে ৷ সাধারণত দুই বক্সারের মহা লড়াই এর আগে দেখা গেলেও এবার বক্সার এবং মিক্সড মার্শাল আর্ট তারকার মধ্যে লড়াই দেখবে গোটা বিশ্ব ৷ এই ফাইট থেকে কোটি কোটি ডলার ওঠাটাও নিশ্চিত ৷ যার জন্য এই লড়াইকে নাম দেওয়া হয়েছে ‘মানি ফাইট’ ৷
advertisement
এর আগে মেওয়েদার বনাম ম্যানি প্যাকিয়াওর লড়াই দেখেছিল বিশ্ব ৷ সেবার আয়োজকদের আয় হয়েছিল ৬২.৩ কোটি মার্কিন ডলার ৷ এবার সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি আয়োজকদের ৷ লাস ভেগাসে টি-মোবাইল এরিনাতে ২০ হাজার দর্শকাসন ভরা নিয়ে কোনও সংশই নেই ৷ টিভি স্বত্ত্ব, স্পনসরশিপ, বেটিং থেকেও বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে এই লড়াই থেকে ৷ ভারতে এই লড়াই টিভিতে না দেখা গেলেও একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে ৷
advertisement
advertisement
bbd382a6d9574e7387483747c0da7c4f-bbd382a6d9574e7387483747c0da7c4f-0
বাংলা খবর/ খবর/খেলা/
রবিবার রিং-এ মহা লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement