Home /News /sports /
রবিবার রিং-এ মহা লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব !

রবিবার রিং-এ মহা লড়াই দেখার অপেক্ষায় গোটা বিশ্ব !

Photo: AP

Photo: AP

ভারতে এই লড়াই টিভিতে না দেখা গেলেও একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে ৷

 • Share this:

  #লাস ভেগাস:  রবিবার ‘শো ডাউন’ ৷ মহা লড়াই ৷ যা বছরে একবার বা অনেক বছর পরপরই হয় ৷ রিং-এ মুখোমুখি ফ্লয়েড মেওয়েদার এবং কোনর ম্যাকগ্রেগর ৷ একজন মহাতারকা বক্সার এবং অন্যজন ‘মিক্সড মার্শাল আর্টস’ তারকা ৷ এমন লড়াই দেখার অপেক্ষায় শুধু লাস ভেগাসই নয়, গোটা বিশ্বের মানুষই রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটা থেকে টিভি বা ইন্টারনেট খুলে বসে পড়বে শুধুমাত্র এই লড়াই দেখতে ৷

  মেওয়েদার-ম্যাকগ্রেগর লড়াই দেখার জন্য ইতিমধ্যেই দারুণ উত্তেজনা তৈরি হয়েছে ৷ সাধারণত দুই বক্সারের মহা লড়াই এর আগে দেখা গেলেও এবার বক্সার এবং মিক্সড মার্শাল আর্ট তারকার মধ্যে লড়াই দেখবে গোটা বিশ্ব ৷ এই ফাইট থেকে কোটি কোটি ডলার ওঠাটাও নিশ্চিত ৷ যার জন্য এই লড়াইকে নাম দেওয়া হয়েছে ‘মানি ফাইট’ ৷

  এর আগে মেওয়েদার বনাম ম্যানি প্যাকিয়াওর লড়াই দেখেছিল বিশ্ব ৷ সেবার আয়োজকদের আয় হয়েছিল ৬২.৩ কোটি মার্কিন ডলার ৷ এবার সেই রেকর্ডও ভেঙে যাবে বলে দাবি আয়োজকদের ৷ লাস ভেগাসে টি-মোবাইল এরিনাতে ২০ হাজার দর্শকাসন ভরা নিয়ে কোনও সংশই নেই ৷ টিভি স্বত্ত্ব, স্পনসরশিপ, বেটিং থেকেও বিপুল পরিমাণে অর্থ আসতে চলেছে এই লড়াই থেকে ৷ ভারতে এই লড়াই টিভিতে না দেখা গেলেও একটি মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিং হবে ৷

  bbd382a6d9574e7387483747c0da7c4f-bbd382a6d9574e7387483747c0da7c4f-0

  First published:

  Tags: Conor McGregor, Floyd Mayweather, Las Vegas, T-Mobile Arena

  পরবর্তী খবর