সেনওয়েস পার্ক: অবশেষে স্বপ্নপূরণ। ভারতীয় মহিলা ক্রিকেটের ইতাহাসে সোনালী দিন। অনূর্ধ্ব ১৯ টি২০ মহিলা বিশ্বকাপে জিতে ইতিহাসের পাতায় নাম তুলল শেফালি ভার্মার দল। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল কোনও পর্যায়ে আইসিসির ট্রফি জয়ের স্বাদ পায়নি। একাধিকবার একদিনের বিশ্বকাপ ও একবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে উঠলেও ভারতীয় মহিলা সিনিয়র দলকে সন্তুষ্ট থাকতে হয়েছিল রানার্স হয়ে। কিন্তু ছোটরা প্রথম টি-২০ বিশ্বকাপ জিতে নয়া ইতিহাস তৈরি করল।
প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বার ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছে ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ২০১৭ সালে ফের ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল খেলে ভারত। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ডই। মাত্র ৯ রানে হার ভারতের। এ খানেই শেষ নয়। ২০২০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বার ফাইনালে ওঠে ভারতের মহিলা ক্রিকেট দল। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। এমনকী কমনওয়েল গেমসের ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতের মেয়েদর।
আরও পড়ুনঃ KL Rahul: বিয়ের পর কেটে গিয়েছে ৪ দিন, সামনে এল রাহুল-আথিয়ার গায়ে হলুদের ছবি
ফলে রবিবাসরীয় ফাইনাল বা এই প্রতিযোগিতা ভারতের অনুর্ধ্ব ১৯ দলের মেয়েদের কাছে ভাগ্যের চাকা নিজেদের দিকে ঘোরানোর লড়াই ছিল। যে লড়াই প্রতিযোগিতায় সুপার সিক্স ম্যাচে একটি ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারা ছাড়া সব ম্যাচ জিকে ফাইনালে পৌছায়। ফাইনালেও ব্যাটে-বলে দুরন্ত ক্রিকেট খেলে প্রতিপক্ষ ইংল্যান্ডকে কার্যত দুর্মুশ করে চ্যাম্পিয়ন মহিলা টিম ইন্ডিয়া। ৭ উইকেটে ব্রিটিশ বধ করে ভারতীয় দল।
মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC, ICC T20 World Cup, India vs england, Indian Women Cricket Team, T20 World Cup, U19 India Team, U19 WC