হোম /খবর /খেলা /
কলকাতাতে হয়েছিল আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ, ৩৮ বছর আগে জিততে পারেনি মেসির দেশ

কলকাতাতে হয়েছিল আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ, ৩৮ বছর আগে জিততে পারেনি মেসির দেশ

*মাস্ট উইন ম্যাচের জন্য তৈরি নীল-সাদা বাহিনী। মেসির গোলের পর ছন্দ ফিরে পেয়েছিল আর্জেন্টাইনরা। তরুণ এনজো ফের্নান্দেসের গোল আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল। ডি মারিয়ার মরিয়া লড়াই বুঝিয়ে দিয়েছিল মেসির জন্য বিশ্বকাপটা জিততে চান তারা।

  • Share this:

#কলকাতা: গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামছে আর্জেন্টিনা। মাস্ট উইন ম্যাচে মেসিজদের সামনে ইউরোপিয়ান জায়ান্ট পোল্যান্ড। লেওয়ানডস্কির বিরুদ্ধে ত্রাতা মেসিই ভরসা নীল-সাদা শিবিরের। গ্রুপের এক ম্যাচ বাকি থাকতেই নকআউট কনফার্ম করে ফেলেছে চিরপ্রতিদ্বন্দী ব্রাজিল। আর্জেন্টিনা কী পারবে শেষ ১৬তে উঠতে?

প্রি-কোয়ার্টার আর মেসিদের সামনে দাঁড়িয়ে ইউরোপিয়ান জায়ান্ট পোল্যান্ড। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে। না হলে মেসিদের শেষ ১৬-য় ওঠা নিয়ে চাপ বাড়বে। ড্র করলে আবার অনেক যদি-কিন্তুর মধ্যে পড়তে হবে আর্জেন্টিনাকে।

তবে এই ম্যাচের আগে পোল্যান্ডের চাপ কম। কারণ কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে ড্র করলেই চলবে পোল্যান্ডকে। মেসি ম্যাজিকে শেষ ম্যাচে মেক্সিকোকে হারিয়ে চনমনে আর্জেন্টিনা। তবুও শেষ ম্যাচে টেনশন থাকছেই। এই পরিস্থিতিতে আর্জেন্টিনাকে রুখে দেওয়ার মন্ত্র খুঁজছে পোল্যান্ড।

আর্জেন্টিনার মেসিই ভরসা। এই সত্যটা পোল্যান্ড বুঝিয়ে নিয়েছে। মেসিকে আটকাতে পারলেই তাদের কাজ হাসিল। মেসিকে আটকাতে তাই ছক কষছে তারা। মেসির পায়ে এক সেকেন্ডও বল রাখতে দেবে না তারা। ম্যাচের আগে চাপ বাড়ানোর খেলায় হুঙ্কার ছেড়ে রাখলেন পোল্যান্ডের ডিফেন্ডার মেতুজ ভিতেজকা। তবে মাস্ট উইন ম্যাচের জন্য তৈরি নীল-সাদা বাহিনী।

মেসির গোলের পর ছন্দ ফিরে পেয়েছিল আর্জেন্টাইনরা। তরুণ এনজো ফের্নান্দেসের গোল আত্মবিশ্বাস বাড়িয়ে ছিল। ডি মারিয়ার মরিয়া লড়াই বুঝিয়ে দিয়েছিল মেসির জন্য বিশ্বকাপটা জিততে চান তারা। ৪-১-৪-১  ছকে মরণ বাঁচন ম্যাচে দল নামাচ্ছেন কোচ  স্কালোনি। পোলিশ তারকা লেওয়ানডস্কিকে আটকাতে তৈরি থাকছে বিশেষ প্ল্যান।

 গ্রুপ সি-এর হাইভোল্টেজ ম্যাচের আগে পরিসংখ্যান বলছে বিশ্বকাপের মঞ্চে ২ বার সাক্ষাতে ফলাফল ১-১। যদিও বিশ্বকাপে শেষ সাক্ষাত ১৯৭৮-এ। জেতে আর্জেন্টিনা। তার ৪ বছর আগের বিশ্বকাপে জিতেছিল পোল্যান্ড। তবে মোট মুখোমুখির বিচারে ১১ বার খেলায় ৬ বার জিতেছে আর্জেন্টিনা। ২ বার ড্র। পোলিশদের জয় ৩ বার।

আরও পড়ুনঃ বিশ্বকাপের বাজারে এবার মেসি মিষ্টি', দুর্গাপুরের দোকানে মিলবে ব্রাজিল-আর্জেন্টিনা রসগোল্লাও

পরিসংখ্যানের পাতা বলছে এই দুই দেশের লড়াই একবার সাক্ষি থেকেছে শহর কলকাতা। তারিখটা ১৯৮৪ সালের ১৭ জানুয়ারি। ইডেন গাডেন্সে নেহেরু কাপের ম্যাচে ইডেনে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও পোল্যান্ড। স্কোর লাইন ছিল ১-১। তাই কলকাতার আর্জেন্টাইন ফ্যানরা বদলার ম্যাচ হিসেবে ভাবতেই পারেন কাতারের এই মহারণকে। ঈরণ রায় বর্মন।

Published by:Sudip Paul
First published:

Tags: Argentina, Fifa world Cup 2022, Kolkata, Poland